পুরভোটের আগেই উত্তপ্ত বহরমপুর শহর। কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা, কর্মীদের অপহরণ ও মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি, গুলি চালানোর অভিযোগ উঠছে প্রতিদিন। এরই প্রতিবাদে ও প্রার্থীদের নিরাপত্তার দাবিতে শনিবার প্রার্থীদের নিয়ে বহরমপুর জেলা কংগ্রেস কাৰ্য্যালয় থেকে বিক্ষোভ মিছিলের পাশাপাশি ধর্নায় বসেন অধীর চৌধুরী। পুলিশ সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অধীর চৌধুরী বলেন, '' নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার জন্য বহরমপুর শহর জুড়ে সন্ত্রাসের বাতাবরণ। প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, বাড়ি ভাঙচুর চলছে, মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। পুলিশকে জানানো হলেও প্রশাসন কোনও সক্রিয় ভূমিকা নিচ্ছে না। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারছে না। আমরা আন্দোলন চালিয়ে যাব।''
advertisement
যদিও রাজ্য উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা বলেন, '' মিথ্যা অভিযোগ, আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছি। কংগ্রেস এখন বেকায়দায় পড়ে মিথ্যা অভিযোগ করছে।''