TRENDING:

জলমগ্ন ঘাটাল, উদ্ধারকাজে বায়ুসেনার চপার, আতঙ্কে বানভাসি মানুষ

Last Updated:

জলমগ্ন ঘাটাল, উদ্ধারকাজে বায়ুসেনার চপার, আতঙ্কে বানভাসি মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: কারও বাড়ির প্রায় পুরোটাই জলের তলায়। কারও বাড়ির সামনে কোমর সমান জল। ঘাটালের প্রতাপপুর গ্রাম শীলাবতীর বাঁধভাঙা জলে বানভাসি। হরিসিংহপুরে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। পরনের কাপড় ছাড়া সঙ্গে কিছুই নেই। বাড়ি গরুগুলোর জন্য মন কাঁদছে। চলছে প্রাণে বাঁচার লড়াই।
advertisement

শীলাবতীর বাঁধভাঙা জলে ডুবেছে প্রতাপপুর গ্রাম। সাঁতরে বা নৌকা বেয়ে চলছে প্রাণে বাঁচার চেষ্টা। চারিদিকে জল আর জল। হরিসিংহপুরে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েকটি পরিবার। নেই খাবার-নেই পানীয় জল। ভেসে গিয়েছে বইখাতা। ভেসে গিয়েছে প্রিয় জিনিসগুলো। সাধের ভিটেমাটি ছেড়ে এসে প্রাণ কাঁদছে।  জলবন্দি বাড়িতে কেমন আছে পোষা গরুগুলো? বাড়ছে মন কেমন।

advertisement

জলের তোড়ে ভেসে যাচ্ছিল বাড়ি। কোনওভাবে সাঁতরে পার হয়েছেন অনেকে। চোখেমুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট। ক্রমশ বাড়ছে উদ্বেগ।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

ভিটেমাটি আঁকড়ে তিনদিন পড়ে থাকার পর খিদের জ্বালা আর সহ্য হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে দড়ি ফেলে, গাছ ধরে প্রায় তিনশো মিটার জল পেরিয়ে বাঁধে এসে ওঠেন পঞ্চাশ বছরের জগু জানা। কখনও দড়ি , কখনও গাছের ডাল ধরে কোনওরকমে ডাঙায় এসে ওঠেন তিনি। সরকারি ত্রাণ সংগ্রহ করেন তিনি। জলের সঙ্গে যুদ্ধ করে, প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন প্রতাপপুরের মানুষ। হার না মেনে চলছে বাঁচার লড়াই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলমগ্ন ঘাটাল, উদ্ধারকাজে বায়ুসেনার চপার, আতঙ্কে বানভাসি মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল