শীলাবতীর বাঁধভাঙা জলে ডুবেছে প্রতাপপুর গ্রাম। সাঁতরে বা নৌকা বেয়ে চলছে প্রাণে বাঁচার চেষ্টা। চারিদিকে জল আর জল। হরিসিংহপুরে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েকটি পরিবার। নেই খাবার-নেই পানীয় জল। ভেসে গিয়েছে বইখাতা। ভেসে গিয়েছে প্রিয় জিনিসগুলো। সাধের ভিটেমাটি ছেড়ে এসে প্রাণ কাঁদছে। জলবন্দি বাড়িতে কেমন আছে পোষা গরুগুলো? বাড়ছে মন কেমন।
advertisement
জলের তোড়ে ভেসে যাচ্ছিল বাড়ি। কোনওভাবে সাঁতরে পার হয়েছেন অনেকে। চোখেমুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট। ক্রমশ বাড়ছে উদ্বেগ।
ভিটেমাটি আঁকড়ে তিনদিন পড়ে থাকার পর খিদের জ্বালা আর সহ্য হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে দড়ি ফেলে, গাছ ধরে প্রায় তিনশো মিটার জল পেরিয়ে বাঁধে এসে ওঠেন পঞ্চাশ বছরের জগু জানা। কখনও দড়ি , কখনও গাছের ডাল ধরে কোনওরকমে ডাঙায় এসে ওঠেন তিনি। সরকারি ত্রাণ সংগ্রহ করেন তিনি। জলের সঙ্গে যুদ্ধ করে, প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন প্রতাপপুরের মানুষ। হার না মেনে চলছে বাঁচার লড়াই।