TRENDING:

Bengal Election 2021: ভোটের দিন শান্তিপুরে জনসমক্ষে 'কাটারি' হাতে তুলে নিলেন বিজেপি প্রাথী ! 

Last Updated:

কর্মীদের খাওয়ালেন, নিজেও ডাবের জলে স্ট্র দিয়ে গলা ভেজালেন দিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  কাটারি হাতে প্রার্থী? তাও আবার ভোটের দিন ভর দুপুরে? এ কোন ভয়ঙ্কর  রূপ ! না ভয়ের কিছু নেই | আসলে ডাবের জলে তেষ্টা  মেটানোর  জন্য নিজেই হাতে তুলে নিলেন কাটারি! এদিন খোশ  মেজাজে ছিলেন নদীয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার | দেখা গেল তাঁকে  এক অভিনব  রূপে। কাটারি হাতে ফলের দোকানে ঢুকে ডাবে একের পর এক কোপ বসান প্রাথী জগন্নাথ  সরকার |
advertisement

পঞ্চম  দফার ভোটে সকালে থেকে নদিয়া শান্তিপুরে অশান্তির ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়৷ ভোটারদের বাধা দেওয়া, এজেন্ট বসতে না দেওয়া, এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা, অবৈধ জমায়েতের, মারধর, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রেখে বিক্ষোভ নিয়ে অশান্ত হয়েছে শান্তিপুর। এপ্রান্ত থেকে অপর প্রান্তে একের পর এক  এমন অভিযোগের পাহাড়  জমা হচ্ছে ।  ছুটে গিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল ফোর্স । ভোটের ময়দানে লড়াই করার জন্য নেমেছেন প্রার্থীরাও। একদিকে মাথার উপর সূর্যের  প্রখর  রৌদ্র,  দাবদাহে হাঁসফাঁস অবস্থা, তখন নদীয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার অলি গলিতে ছুটে যেতে যেতে  ক্লান্ত হয়ে পৌঁছে গেলেন ডাবের দোকানে। কিন্তু ভোটের  দিন ডাব থাকলেও কাটার লোক নেই। সেই কথা শোনার পর কাটারি নিয়ে নিজেই কাটতে শুরু করলেন ডাব। কাটলেন  তরমুজও | কর্মীদের খাওয়ালেন, নিজেও  ডাবের  জলে স্ট্র দিয়ে গলা দিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জগন্নাথ  সরকার জানান , " নিজেকে ফিট রাখার জন্য তিনি ফলমূলের ওপরই জোর দেন। দুপুরে স্ট্রিক্ট ডায়েট, একদম   ভাত  নয় |  সেই কারণে ফলমূল ও  ডাব খাওয়ার ইচ্ছা হওয়ায় এই ভাবেই নিজের ইচ্ছা পূরণ করলেন। কিন্তু ভরদুপুরবেলায় ভোটের দিন কাটারি হাতে প্রার্থীকে দেখে চমকে ওঠেন অনেকেই। পরে অনেকেই হাসতে হাসতে বুঝতে পারলেন সম্পূর্ণ   বিষয়টি।  জগন্নাথ  সরকার জানান, " আমি খোশ  মেজাজে  রয়েছি |  আমার কোনওই টেনশন  নেই | তাই  ডাব  খেয়ে আর ফলমূল খেয়ে নিজের শরীর ফিট রাখছি | "

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021: ভোটের দিন শান্তিপুরে জনসমক্ষে 'কাটারি' হাতে তুলে নিলেন বিজেপি প্রাথী ! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল