একের পর এক জনপ্রিয় ছবি করেছেন যশ৷ কিন্তু এখনও ধারাবাহিক বোঝে না সে বোঝে না-র অরণ্যকে ভুলতে পারেননি বাংলার দর্শক৷ তাঁকে কাছে পেয়ে আবেগে ভাসছেন গ্রাম বাংলার মানুষ৷ যশও খুবই সাবলীল ভাবে ধরা দিচ্ছেন৷ কখনও হুড খোলা জিপে, কখনও বাইকে বা কখনও পায়ে হেঁটেই তিনি পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে৷ চিরকালই টানটান চেহারা৷ পেশিবহুল সেই শরীরে এখন কিছুটা ক্লান্তির ছাপ৷ চড়া রোদে প্রচার করে মুখে ট্যান পড়েছে৷ তবে এটা যেন তাঁর নতুন চিত্রনাট্যের রূপ৷ যে কারণে এই ভোট ব্যস্ততার মাঝেই তিনি সেরে ফেললেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্তের শ্যুট৷ কলকাতার পাঁচতারা হোটেলে সেই শ্যুটে যশের গায়ে উঠল একেবারে সামার স্পেশ্যাল স্যুট৷ তিনি চিরকাল অভিষেক দত্তের পোশাকের ভক্ত৷ তাই হাজার ব্যস্ততাতেও তিনি সময় বার করলেন৷ বার্তা দিলেন কাজ ব্যালেন্স করে ভালই করতে পারেন জেন ওয়াইয়ের এই নায়ক!
এমনিতেই প্রচারে নজর কেড়েছেন যশ৷ সাধারণত ভোট প্রার্থী বা ভোটের প্রচারে একটু আলাদা পোশাক বেছে নেন নায়ক-নায়িকারা৷ অধিকাংশ প্রার্থীরা সাদা পাঞ্জাবি-পাজামা বা সুতির শাড়িই বেছে নেন রাজনৈতিক প্রচারে৷ তাই অভিনেতারাও রাজনীতিতে পা রেখে পোশাকে একটা বদল আনেন৷ কিন্তু সে পথে হাঁটেননি যশ৷ তিনি হিরো এবং রাজনীতিতেও বজায় রাখছেন সেই হিরোসুলভ কেতা৷ তাই তো প্রচারে তিনি সব সময় ক্যাজুয়াল পোশাকে৷ জিন্স আর হাল্কা রঙের শার্টে স্বচ্ছ্বন্দ টলিউড হিরো৷ এভাবেই তাঁকে পছন্দও করছেন আম জনতা৷ তবে সেই পছন্দ কতটা ভোটবাক্সে ধরা দেবে তার জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত৷