TRENDING:

Bengal Election 2021: প্রচারের মাঝেও ঝাঁ চকচকে ফ্যাশন শ্যুটে কেতাদুরস্ত বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত

Last Updated:

তিনি হিরো এবং রাজনীতিতেও বজায় রাখছেন সেই হিরোসুলভ কেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রচারের মারাত্মক চাপ৷ রাতদিন এক করে চণ্ডীতলার বিজেপি প্রার্থী যাচ্ছেন দুয়ারে দুয়ারে ভোট প্রচারে৷ সিলভার স্ক্রিনের রাফ অ্যান্ড টাফ হিরো অনায়সে মিশে যাচ্ছেন মা-মাসি-বোনেদের সঙ্গে৷ কেউ তাঁকে জড়িয়ে ধরতে চাইছেন, কেউ বা তাঁকে সামনে পেয়ে সেলফি তুলতে ভুলছেন না৷ আর তাঁদের সব ইচ্ছা পূরণ করছেন অভিনেতা ও বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত৷ কারণ তিনি এগিয়ে চলছেন তাঁর লক্ষ্যপূরণের দিকে৷ লক্ষ্য হুগলির চন্ডীতলা বিধানসভা আসন জয়৷
advertisement

একের পর এক জনপ্রিয় ছবি করেছেন যশ৷ কিন্তু এখনও ধারাবাহিক বোঝে না সে বোঝে না-র অরণ্যকে ভুলতে পারেননি বাংলার দর্শক৷ তাঁকে কাছে পেয়ে আবেগে ভাসছেন গ্রাম বাংলার মানুষ৷ যশও খুবই সাবলীল ভাবে ধরা দিচ্ছেন৷ কখনও হুড খোলা জিপে, কখনও বাইকে বা কখনও পায়ে হেঁটেই তিনি পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে৷ চিরকালই টানটান চেহারা৷ পেশিবহুল সেই শরীরে এখন কিছুটা ক্লান্তির ছাপ৷ চড়া রোদে প্রচার করে মুখে ট্যান পড়েছে৷ তবে এটা যেন তাঁর নতুন চিত্রনাট্যের রূপ৷ যে কারণে এই ভোট ব্যস্ততার মাঝেই তিনি সেরে ফেললেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্তের শ্যুট৷ কলকাতার পাঁচতারা হোটেলে সেই শ্যুটে যশের গায়ে উঠল একেবারে সামার স্পেশ্যাল স্যুট৷ তিনি চিরকাল অভিষেক দত্তের পোশাকের ভক্ত৷ তাই হাজার ব্যস্ততাতেও তিনি সময় বার করলেন৷ বার্তা দিলেন কাজ ব্যালেন্স করে ভালই করতে পারেন জেন ওয়াইয়ের এই নায়ক!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমনিতেই প্রচারে নজর কেড়েছেন যশ৷ সাধারণত ভোট প্রার্থী বা ভোটের প্রচারে একটু আলাদা পোশাক বেছে নেন নায়ক-নায়িকারা৷ অধিকাংশ প্রার্থীরা সাদা পাঞ্জাবি-পাজামা বা সুতির শাড়িই বেছে নেন রাজনৈতিক প্রচারে৷ তাই অভিনেতারাও রাজনীতিতে পা রেখে পোশাকে একটা বদল আনেন৷ কিন্তু সে পথে হাঁটেননি যশ৷ তিনি হিরো এবং রাজনীতিতেও বজায় রাখছেন সেই হিরোসুলভ কেতা৷ তাই তো প্রচারে তিনি সব সময় ক্যাজুয়াল পোশাকে৷ জিন্স আর হাল্কা রঙের শার্টে স্বচ্ছ্বন্দ টলিউড হিরো৷ এভাবেই তাঁকে পছন্দও করছেন আম জনতা৷ তবে সেই পছন্দ কতটা ভোটবাক্সে ধরা দেবে তার জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021: প্রচারের মাঝেও ঝাঁ চকচকে ফ্যাশন শ্যুটে কেতাদুরস্ত বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল