ময়না: ২০২৬ সালের নির্বাচনে ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছেন অশোক দিন্দাই! ভোট কবে হবে, তার দিনক্ষণ ঘোষণা হয়নি। বিজেপির তরফেও ঘোষণা করা হয়নি দলীয় প্রার্থীদের নাম। তার আগেই নিজের পুরনো কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন বলে জানিয়ে দিলেন অশোক দিন্দা।
advertisement
সোমবার নিজের নাম প্রার্থী হিসেবে প্রকাশ্য সভা মঞ্চে দাঁড়িয়েই জোর গলায় ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে দিলেন ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।
বর্তমানে ময়নার বিধায়ক বিজেপি নেতা ক্রিকেটার অশোক দিন্দাই। সেই অশোকই এদিন বলেন, বিজেপি দলে এভাবে আগে থেকে বলা যায় না। তবুও বলছি, আমিই এই কেন্দ্রের প্রার্থী হচ্ছি। এবং সেটা ৯৯ শতাংশেরও বেশি সঠিক এবং নিশ্চিত খবর।
একেবারে জোর গলায় নিজেই নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা গজিলায়েকের মোড়ে বিজেপির বিজয়া সম্মিলনী মঞ্চে দাঁড়িয়েই তিনি এই কথা বলেন। তিনি বলেন, ”ময়নায় আমার প্রার্থী হওয়া কেউ আটকাতে পারবে না। আমি কথা দিতে পারি ৯৯%–এরও বেশি নিশ্চিত আমিই প্রার্থী হচ্ছি।”