আরও পড়ুন: মৃৎশিল্পীদের হাতে কাজ কম, এবারও কি দুর্গাপুজো-এ থাকবে না চমক?
আগামী ৯ অক্টোবর, চতুর্থীর দিন থেকেই বেলুড় মঠে (Belur Math) দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে৷ ১৬ অক্টোবর,একাদশীর দিন পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা৷ মহালয়া এবং ছট পুজোতেও বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকছে৷ সম্ভবত কালী পুজোতেও বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধই থাকবে৷
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোয় ২ দিনের জন্য বেড়াতে যেতে চান? এই ৩ ডেস্টিনেশন আপনাকে হাতছানি দিচ্ছে...
করোনা অতিমারির কথা মাথায় রেখে গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ দুর্গা পুজোয় বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পুজো (Kumari Puja at Belur Math) ভক্ত এবং দর্শনার্থীদের কাছে বড় আকর্ষণের বিষয়৷ কুমারী পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা৷ সেই ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ৷
বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমাতেও কিছু পরিবর্তন করা হয়েছে৷ আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা৷ বিকেলে ৪টে থেকে ৫.১৫ মিনিট পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের গেট৷
আবার ১ অক্টোবর থেকে সকালে মঠে প্রবেশের সময়সীমা একই থাকলেও বিকেলে সাড়ে তিনটে থেকে খুলে যাবে মঠের গেট৷ বিকেল পাঁচটা পর্যন্ত বেলুড় মঠ দর্শন করা যাবে৷
এর পাশাপাশি বেলুড় মঠে প্রবেশ করতে গেলে মূল গেটে করোনার টিকার দু'টি ডোজ নেওয়ার সার্টিফিকেটও দেখাতে হবে৷ না হলে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করানো করোনা পরীক্ষার আরটি- পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে দর্শনার্থীদের৷
