Durga Puja 2021: মৃৎশিল্পীদের হাতে কাজ কম, এবারও কি দুর্গাপুজো-এ থাকবে না চমক?

Last Updated:

করোনার তৃতীয় ঢেউয়ের (Coronavirus Third Wave) আশঙ্কায় কঠোর বিধিনিষেধের মধ্যেই পালন করতে হবে দুর্গোৎসব(Durga Puja)।

#বীরভূম : গত বছর দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের জীবনে বিপুল পরিবর্তন ঘটেছে। লাগাম পড়তে শুরু করেছে উৎসব-অনুষ্ঠানে (Durga Puja, Bengal)। গতবছর কঠোর বিধিনিষেধের মধ্য দিয়েই পার হয়েছে বাঙ্গালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই বছরের ছবিটাও আলাদা নয়, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় (Coronavirus) কঠোর বিধিনিষেধের মধ্যেই পালন করতে হবে দুর্গোৎসব। ফলে সমস্যায় মৃতশিল্পীরা (Idol Makers)৷
advertisement
এই পরিস্থিতিতে সংকটময় হয়ে পড়ছে বীরভূমের সিউড়ির (Birbhum, Suri News) অধিকাংশ মৃৎশিল্পীদের অবস্থা। তাদের থেকে জানা যাচ্ছে, গত বছরের তুলনায় এই বছর তাদের অবস্থা আরও খারাপ। এই বছর যেমন পাল্লা দিয়ে কমেছে দুর্গা প্রতিমার বরাত, ঠিক তেমনই বরাত মিললেও কাটছাঁট হচ্ছে বাজেটে। সরকারি নির্দেশাবলী এবং আর্থিক পরিস্থিতির কারণে বহু ক্লাব, বহু পুজো কমিটিই হয়তো নামমাত্রই পুজো করবে। এসবের কারণে স্বাভাবিকভাবেই  মৃৎশিল্পীদের (Durga Idol makers) অবস্থা সংকটময় হয়ে পড়ছে।
advertisement
মৃৎশিল্পী সমীর পাল জানিয়েছেন, "যেখানে গত বছরই এই সময় আমি ২০টির বেশি দুর্গা প্রতিমা তৈরি করার বরাত পেয়েছিলাম, সেই জায়গায় চলতি বছর এখনও পর্যন্ত মাত্র ৮টি দুর্গা প্রতিমার বরাত পেয়েছি। বহু ক্লাব এবং পুজো কমিটি এখনও পর্যন্ত ঠিক করতেই পারেনি কীভাবে তারা পুজো করবেন। অন্যদিকে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে আগাম প্রতিমা তৈরি করে রাখবো সেটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কারণ কোন প্রতিমা বিক্রি না হলেই প্রচুর লোকসানের মুখ দেখতে হবে।"
advertisement
আরও এক মৃৎশিল্পী পিনাকী মজুমদার জানিয়েছেন, "বাজার একেবারেই খারাপ। অর্ডার তো নেই-ই। আবার যে সকল প্রতিমা তৈরীর অর্ডার পেয়েছি সেগুলিও গত বছরের তুলনায় উচ্চতা এবং অন্যান্য দিক থেকে অনেকটাই ছোট হয়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কীভাবে আমরা আমাদের জীবনযাপন করব তা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।"
advertisement
বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব (Durga Puja 2021) আসতে আর মাত্র হাতে কয়েকটা দিন। এমন পরিস্থিতিতে এখনও পর্যন্ত ঠিকঠাক বরাত না পাওয়া এবং প্রতিমা তৈরীর ক্ষেত্রে বাজেটে কাটছাঁট হওয়ার পাশাপাশি হঠাৎ প্রতিমার চাহিদা বাড়লেও যোগান দিতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই সকল শিল্পীরা। অন্যদিকে শহরের বাসিন্দাদের দাবি, পুজো আসছে হাতে আর কয়েকটা দিন থাকলেও এই বছর পুজোর সেই গন্ধ আর নেই।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja 2021: মৃৎশিল্পীদের হাতে কাজ কম, এবারও কি দুর্গাপুজো-এ থাকবে না চমক?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement