প্রসঙ্গত, এই মারধরের ঘটনায় অভিযোগ ছিল স্থানীয় যুব তৃণমূল নেতা রোহিত সিং ও তার দলবলের দিকে। ঘটনার তদন্তে নেমে রোহিত সিং সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ডিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কেন প্রতিবাদী যুবক আদিত্য মহান্তিকে মারধর করা হয়েছিল, সেই বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন : প্রেমিকার একাধিক সম্পর্ক, নিত্যদিন অশান্তি! নিজের চরম ক্ষতি করে দিল প্রেমিক
advertisement
জানা গিয়েছে, প্রতিবাদী আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে। কি কারনে আদিত্য বাবুকে এমন ভাবে মারধর করা হয়েছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদের পর রোহিত সিং সহ সৌরভ ও সায়নকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
আরও পড়ুন : ছুটির দিনে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন? ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাবে নাকি! দেখে নিন আবহাওয়ার খুঁটিনাটি
উল্লেখ্য, বেলঘরিয়ার একদা ত্রাস জয়ন্তর কার্যকলাপ অতীতে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। তিনি এখন জেলে। এই অবস্থায় এলাকার নতুন ত্রাস হয়ে উঠেছেন রোহিত সিং। এবার চাঁদা জুলুমবাজির প্রতিবাদ করায় যুবককে মারধরের ঘটনায় নাম উঠেছে এই যুব তৃণমূল নেতার। তারপরেই আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় রোহিত সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।