TRENDING:

অর্থ বরাদ্দ করল স্বাস্থ্য দফতর, শুরু হতে চলেছে কালনা হাসপাতালে সৌন্দর্যায়নের কাজ

Last Updated:

কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য স্বাস্থ্য দফতর  থেকে ২৭ লক্ষাধিক টাকা মঞ্জুর হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কালনা: হাসপাতাল মানেই নোংরা আবর্জনা, ছড়িয়ে ছিটিয়ে থাকা গাড়ি নয়। হাসপাতাল চত্বর হবে পরিচ্ছন্ন, সুন্দর। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালকে সেভাবেই সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য অর্থ বরাদ্দও করেছে রাজ্য সরকার। খুব তাড়াতাড়ি শুরু হবে সৌন্দর্যায়নের কাজ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ মনের ওপর অনেকটাই প্রভাব ফেলে। চিকিৎসা করাতে এসে সুন্দর পরিবেশ পেলে মন ভাল হয়ে যায়। সে কথা মাথায় রেখেই এই সৌন্দর্যায়নের  পরিকল্পনা।
advertisement

কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য স্বাস্থ্য দফতর  থেকে ২৭ লক্ষাধিক টাকা মঞ্জুর হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। ওই টাকায় রং করা হবে হাসপাতাল চত্বর ও বিল্ডিং। স্মার্ট লুক আনা হবে হাসপাতালের সামনের অংশে। এছাড়াও হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ ও তার পরিচর্যার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। বসানো হবে আধুনিক বাতিস্তম্ভ।

advertisement

সৌন্দর্যায়নের জন্য হাসপাতালের পক্ষ থেকে পরিকল্পনা তৈরি করে অর্থ বরাদ্দের জন্য স্বাস্থ্য দফতরে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে স্বাস্থ্য দফতর বৃক্ষরোপণ-সহ হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ, রঙ ও আউট সাইড স্মার্ট লুক বাবদ ১৯ লক্ষ ৬৭ হাজার টাকা মঞ্জুর করে। এছাড়াও আলোকসজ্জার ক্ষেত্রে আরও সাত লক্ষ ৫১ হাজার টাকা মঞ্জুর হয়।

advertisement

কালনা হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, '' এই হাসপাতালের সৌন্দর্যায়ন ও আলোকসজ্জায় দুই দফায় ২৭ লক্ষাধিক টাকা মঞ্জুর হয়েছে। টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এ ছাড়াও আগামী দিনে হাসপাতাল চত্বরে পুরুষ ও মহিলাদের আলাদা বিশ্রামাগার ও শৌচাগার তৈরি করার জন্যও আবেদন করা হয়েছে।''

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

কালনা মহকুমা হাসপাতাল চত্বরে আধুনিক চিকিৎসা পরিষেবা যুক্ত ৩০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। রয়েছে পাঁচতলা হাসপাতালে মাইক্রো সার্জারি-সহ নানা বিভাগ। এ ছাড়াও রয়েছে এইচডিইউ, এসএনসিইউ, আধুনিক প্যাথলজি ল্যাব ও ন্যায্যমুল্যের ওষুধের দোকান। বর্তমানে রেফার রোগীর সংখ্যা একদম তলানিতে এসে ঠেকেছে। হুগলি ও নদিয়া জেলা-সহ কালনা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু রোগী এখানে পরিষেবা নিতে আসেন। চিকিৎসার পাশাপাশি এবার তাই সৌন্দর্যায়নের দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই হাসপাতালে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অর্থ বরাদ্দ করল স্বাস্থ্য দফতর, শুরু হতে চলেছে কালনা হাসপাতালে সৌন্দর্যায়নের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল