যার জন্য ইতিমধ্যেই পুরুলিয়ার অভিভাবকেরা চিন্তিত। এর প্রতিকার কি? তার পথ দেখাচ্ছেন পুরুলিয়া সাইবার থানার পুলিশ ও টামনা থানার পুলিশ। পুরুলিয়ার এক নম্বর ব্লকের চাকদা স্থিত গভমেন্ট আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সাইবার সচেতনতার বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাইবার প্রতারণার হাত থেকে নিজেদের রক্ষা করার পাঠ দান করেন পুরুলিয়া সাইবার থানার ওসি বিকাশ রায় ও টামনা থানার ওসি তাপস কুমার মিশ্র।
advertisement
গেমিং অ্যাপ-এর মাধ্যমে কীভাবে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে সেই কথাও তুলে ধরেন পুরুলিয়া সাইবার থানার ওসি বিকাশ রায়। মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও ছাত্র-ছাত্রীদের সাইবার প্রতারণার হাত বাঁচাতে এই সচেতনতা মূলক অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করে পুরুলিয়ার এই গভমেন্ট আইটিআই কলেজ। খেলাধুলার জন্য গেমিং অ্যাপ নয় খেলার মাঠকেই বেছে নিতে বলেন কলেজের প্রিন্সিপাল সৈকত মজুমদার। এই অ্যাওয়ারনেস ক্যাম্পের ফলে অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন বলে জানান চাকদার গর্ভমেন্ট আইটিআই কলেজের ছাত্র শরৎ বাউরী। আগামী দিনে আরও এই ধরনের প্রোগ্রাম তাদের কলেজে হোক এমনটাই চান তিনি।
অনলাইনে বন্ধুত্বের নামে প্রতারণা। ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার দাবি। এ যেন সাইবার ক্রিমিনালদের নিত্যদিনের গল্প। খবরের কাগজ নিউজ চ্যানেল খুললেই প্রায়সই দেখা যায় এই ঘটনা। বিশেষ করে নবপ্রজন্মের ছেলেমেয়েরা সাইবার প্রতারণার ফাঁদে পড়ছে বেশি। তাই তাদের কথা চিন্তা করে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো পুরুলিয়ার এক নম্বর ব্লকের চাকদার সরকারি আইটিআই কলেজে।
শর্মিষ্ঠা ব্যানার্জি