পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস। এক দুবার নয়, একাধিকবার তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বহু মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। যা নিয়ে তিতিবিরক্ত তিনি। তবে সকলের কাছে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: টাকা পয়সা নিয়ে আর চিন্তা নেই! এবার এই গাছই আপনাকে করবে মালামাল
advertisement
প্রসঙ্গত প্রায় দশ বারেরও বেশি বার সুমন বিশ্বাসের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমে কেউ বা কারা বন্ধু পাতিয়ে মেসেজ করে টাকা চাইছে। তাদের খপ্পরে পড়ে কেউ গাঁটের কড়িও হারিয়েছেন। তবে তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
বর্তমান সময়ে প্রতারকেরা কোনও প্রতিষ্ঠিত ব্যক্তির নামে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে অন্যান্য বন্ধুদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে টাকা চাইছে। কখনও শারীরিক অসুস্থতার নাটক, আবার কখনও পুরনো কোন আসবাবপত্র বিক্রির কথা বলে টাকা দাবি করছে। মহকুমা শাসক জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও কাজ করেননি। তবে কোনও আধিকারিক সাধারণত মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ কিংবা আসবাবপত্র বিভিন্ন জায়গায় ট্রান্সফার হওয়ার পর বিক্রি করে দিয়ে যান না। তাই এই ধরনের কোন মেসেজ গেলে সচেতন হতে হবে সবাইকে।
আরও পড়ুন: তিন মাস আগে নয় ! ট্রেনে ওঠার কয়েক ঘন্টা আগেই এই উপায়ে কেটে নিতে পারবেন কনফার্ম টিকিট!
এছাড়াও কোনও প্রতিষ্ঠিত ব্যক্তি নামে অ্যাকাউন্ট খুলে কেউ টাকা চাইলে, তৎক্ষণাৎ তার কতগুলি প্রোফাইল আছে তা জানা জরুরি। সেক্ষেত্রে পরিষ্কার না হতে পারলে পরিচিত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা দরকার।
প্রতারকদের বর্তমান টার্গেট বিভিন্ন প্রতিষ্ঠিত পুলিশ, আধিকারিক, আমলারা। সেক্ষেত্রে অন্যান্য সাধারণ মানুষ অতি সহজেই বিশ্বাস করে তাদের দেওয়া নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠিয়ে দেন।
তাই এই ধরনের প্রতারণার ঘটনা থেকে সাবধান হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
রঞ্জন চন্দ