আরও পড়ুন : কে এই সাগ্নিক? কী করেন? চিনে নিন পল্লবীর 'লিভ ইন' সঙ্গী, 'আদুরে' অ্যালবামের নায়ককে!
ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, ঘর বন্ধ অবস্থায় গত দু’দিন ধরে ওই বৃদ্ধা অসুস্থ অবস্থায় পড়েছিলেন। এদিন বিডিও বিষ্ণুপদ রায় তা জানার পরই দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ও দমকলের লোকজনদের নিয়ে সেখানে হাজির হন। এরপর দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। বর্তমানে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে বৃদ্ধার চিকিৎসা চলছে। শারীরিক দুর্বলতা রয়েছে। কথাবার্তা স্পষ্ট করে বলতে পারছেন না।
advertisement
বিডিও বিষ্ণুপদ রায় বলেন, 'ঘরের মধ্যে আলো-পাখা চললেও দু'দিন ধরে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না বৃদ্ধার। সোমবার খবর পেয়েই উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়।' স্থানীয়রা জানিয়েছেন, অসুস্থ ওই বৃদ্ধার নাম রীতা দেব (৭০)। ত্রিপুরার ডেপুটি কালেক্টর ছিলেন তিনি। অবসর গ্রহণের পর ৫ বছর হল উত্তর খাদালগোবরা এলাকায় বাড়ি বানিয়ে বসবাস করতেন। বাড়িতে একাই থাকতেন তিনি। শারীরিক অসুস্থতার কারণেই কথাবার্তা বলতে পারছেন না রীতা দেবী।