TRENDING:

West Bengal News: রাতভর মাঠে-মাঠে ঘুরছেন বিডিও, চন্দ্রকোনায় হঠাৎ হল টা কী? চাঞ্চল্য এলাকায়

Last Updated:

West Bengal News: প্রতিনিয়ত বিঘের পর বিঘে নাড়া পোড়ানোর ফলে একদিকে যেমন ছড়াচ্ছে দূষণ, ক্ষতি হচ্ছে কৃষি জমির, তেমনই পাশাপাশি নাড়া পোড়ানোর ফলে কৃষকদের কৃষি জমিতে পড়ে থাকা ধানও পুড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুকান্ত চক্রবর্তী, চন্দ্রকোনা: মাঠে মাঠে ঘুরে নামতে হচ্ছে রাত পাহারায় বিডিওকে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ আধিকারিক বেশ কয়েক দিন ধরে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত মাঠে মাঠে ঘুরছেন। কেন এমন উদ্যোগ? জানা গিয়েছে, শুরু হয়েছে ধান কাটার মরশুম, কৃষকরা মেশিন দিয়ে ধান কাটার পর মাঠে পড়ে থাকা খড় ও নাড়া পুড়িয়ে ফেলছেন বিকেল থেকে রাতের মধ্যে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

প্রতিনিয়ত বিঘের পর বিঘে নাড়া পোড়ানোর ফলে একদিকে যেমন ছড়াচ্ছে দূষণ, ক্ষতি হচ্ছে কৃষি জমির, তেমনই পাশাপাশি নাড়া পোড়ানোর ফলে কৃষকদের কৃষি জমিতে পড়ে থাকা ধানও পুড়েছে। এই নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পুলিশের ও বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন: চোরকে চোর বললে খারাপ তো লাগবেই', বাগদার বিধায়কের মন্ত্যবের পাল্টা দিলেন দিলীপ ঘোষ

advertisement

এবার সেই নাড়া পোড়ানো বন্ধ করতে রাত পাহারায় ব্লকের বিডিও থেকে শুরু করে পুলিশকর্মীরা। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতেও চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোর্বধন সাউ বিভিন্ন এলাকার মাঠে মাঠে ঘুরলেন। মাঠে আগুন দেখতে পেলে দৌড়ে গিয়ে সচেতন করেন কৃষকদের, নাড়া পোড়ানো বন্ধ করতে বলেন। বেশিরভাগই কৃষক রাতের অন্ধকারে নাড়াতে আগুন ধরিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছেন পুলিশ ও বিডিওকে দেখে।

advertisement

আরও পড়ুন: গেরুয়া রাজনীতির সঙ্গে তফাৎ কী! 'সঠিক ইতিহাস' পড়াবে সিপিআইএম, শহরের ২৫ জায়গায় চলছে ক্লাস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও বিডিওর দাবি, একাধিকবার সচেতনতামূলক প্রচার করা হয়েছে তাতেও হুঁশ ফেরেনি কৃষকদের, তাই তারা মাঠে নামতে বাধ্য হয়েছি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: রাতভর মাঠে-মাঠে ঘুরছেন বিডিও, চন্দ্রকোনায় হঠাৎ হল টা কী? চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল