প্রতিনিয়ত বিঘের পর বিঘে নাড়া পোড়ানোর ফলে একদিকে যেমন ছড়াচ্ছে দূষণ, ক্ষতি হচ্ছে কৃষি জমির, তেমনই পাশাপাশি নাড়া পোড়ানোর ফলে কৃষকদের কৃষি জমিতে পড়ে থাকা ধানও পুড়েছে। এই নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পুলিশের ও বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: চোরকে চোর বললে খারাপ তো লাগবেই', বাগদার বিধায়কের মন্ত্যবের পাল্টা দিলেন দিলীপ ঘোষ
advertisement
এবার সেই নাড়া পোড়ানো বন্ধ করতে রাত পাহারায় ব্লকের বিডিও থেকে শুরু করে পুলিশকর্মীরা। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতেও চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোর্বধন সাউ বিভিন্ন এলাকার মাঠে মাঠে ঘুরলেন। মাঠে আগুন দেখতে পেলে দৌড়ে গিয়ে সচেতন করেন কৃষকদের, নাড়া পোড়ানো বন্ধ করতে বলেন। বেশিরভাগই কৃষক রাতের অন্ধকারে নাড়াতে আগুন ধরিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছেন পুলিশ ও বিডিওকে দেখে।
আরও পড়ুন: গেরুয়া রাজনীতির সঙ্গে তফাৎ কী! 'সঠিক ইতিহাস' পড়াবে সিপিআইএম, শহরের ২৫ জায়গায় চলছে ক্লাস
যদিও বিডিওর দাবি, একাধিকবার সচেতনতামূলক প্রচার করা হয়েছে তাতেও হুঁশ ফেরেনি কৃষকদের, তাই তারা মাঠে নামতে বাধ্য হয়েছি।