TRENDING:

গেটে কী ঝুলছে? ঘুম থেকে উঠেই 'চোখে সর্ষেফুল'! ভয়ঙ্কর অভিযোগ মহিলার

Last Updated:

সেটিকে কাছে গিয়ে দেখতেই বুঝতে পারেন বিপদ। সঙ্গেসঙ্গে ডাক দেন প্রতিবেশীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা : স্বাধীনতা দিবসে ঘুম থেকে উঠেই চক্ষু চড়কগাছ। ঘুম থেকে উঠেই যা দেখলেন, তাতে মাথা খারাপ হওয়ার জোগাড় মহিলার। কারণ বাড়ির গেটে ঝুলছে তরতাজা বোমা। যা দেখেই শিউড়ে ওঠেন তিনি। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকার ঘটনা।
প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
advertisement

জানা গিয়েছে, নবপল্লীর বাসিন্দা কাকলি মন্ডল। বাড়িতে তিনি একা থাকেন। স্বামী কর্মসূত্রে থাকেন কলকাতায়। রাতে যখন ঘুমোতে গিয়েছিলেন, তখন সব ঠিকই ছিল। কিন্তু সকালে উঠেই দেখলেন এমন কাণ্ড। জানা গিয়েছে, এদিন সকালে সকালে কাকলি দেবী ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে যান। তখন তিনি গেটের পাশে একটি ক্যারি ব্যাগ ঝুলতে দেখেন। সেটিকে কাছে গিয়ে দেখতেই বুঝতে পারেন বিপদ। সঙ্গেসঙ্গে ডাক দেন প্রতিবেশীদের।

advertisement

আরও পড়ুন : মন্দিরনগরীর নতুন আকর্ষণ, স্বাধীনতার রাতে উদ্বোধন সুবিশাল নেতাজি মূর্তির

প্রতিবেশীরা এসে ব্যাগটি দেখে বুঝতে পারেন, সেখানে রয়েছে একটি তাজা বোমা। তারপরেই স্থানীয়রা সেই প্যাকেটটি জল দিয়ে সাবধানতের সঙ্গে নিরাপদ জায়গায় সরিয়ে রাখেন। এরপর এলাকাবসী খবর দেয় বসিরহাট থানায়। অন্যদিকে এই ঘটনার পর ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন ওই মহিলা।

advertisement

আরও পড়ুন : যাত্রীদের অভিভাবক, রাতদিন পাহারা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত রেলকর্মী 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কাকলি মন্ডলের অভিযোগ, গত কয়েকদিন ধরে কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর অত্যাচার করছে। তাঁকে মারার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি দিনেদুপুরে তার বাড়িতে ইট-পাটকেল ছুঁড়ে দেওয়া হচ্ছে। এমনকি ওই মহিলাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে, অভিযোগ এমনটাও। বাড়ির সামনে এসে রাতে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে। তাই কাকলি দেবীর দাবি, তাদের মধ্যে কেউ বা কারা তার ক্ষতি করার জন্য বাড়ির গেটে বোমা ঝুলিয়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গেটে কী ঝুলছে? ঘুম থেকে উঠেই 'চোখে সর্ষেফুল'! ভয়ঙ্কর অভিযোগ মহিলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল