জানা গিয়েছে, নবপল্লীর বাসিন্দা কাকলি মন্ডল। বাড়িতে তিনি একা থাকেন। স্বামী কর্মসূত্রে থাকেন কলকাতায়। রাতে যখন ঘুমোতে গিয়েছিলেন, তখন সব ঠিকই ছিল। কিন্তু সকালে উঠেই দেখলেন এমন কাণ্ড। জানা গিয়েছে, এদিন সকালে সকালে কাকলি দেবী ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে যান। তখন তিনি গেটের পাশে একটি ক্যারি ব্যাগ ঝুলতে দেখেন। সেটিকে কাছে গিয়ে দেখতেই বুঝতে পারেন বিপদ। সঙ্গেসঙ্গে ডাক দেন প্রতিবেশীদের।
advertisement
আরও পড়ুন : মন্দিরনগরীর নতুন আকর্ষণ, স্বাধীনতার রাতে উদ্বোধন সুবিশাল নেতাজি মূর্তির
প্রতিবেশীরা এসে ব্যাগটি দেখে বুঝতে পারেন, সেখানে রয়েছে একটি তাজা বোমা। তারপরেই স্থানীয়রা সেই প্যাকেটটি জল দিয়ে সাবধানতের সঙ্গে নিরাপদ জায়গায় সরিয়ে রাখেন। এরপর এলাকাবসী খবর দেয় বসিরহাট থানায়। অন্যদিকে এই ঘটনার পর ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন ওই মহিলা।
আরও পড়ুন : যাত্রীদের অভিভাবক, রাতদিন পাহারা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত রেলকর্মী
কাকলি মন্ডলের অভিযোগ, গত কয়েকদিন ধরে কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর অত্যাচার করছে। তাঁকে মারার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি দিনেদুপুরে তার বাড়িতে ইট-পাটকেল ছুঁড়ে দেওয়া হচ্ছে। এমনকি ওই মহিলাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে, অভিযোগ এমনটাও। বাড়ির সামনে এসে রাতে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে। তাই কাকলি দেবীর দাবি, তাদের মধ্যে কেউ বা কারা তার ক্ষতি করার জন্য বাড়ির গেটে বোমা ঝুলিয়ে গিয়েছে।