আরও পড়ুন: বহু খেতাব, পাড়ি দিয়েছেন ফ্রান্স,আমেরিকা,ওয়াশিংটন, এখন কেমন আছেন বহুরূপী সুবল দাশ?
সরকারি ওষুধ পরীক্ষার ল্যাবগুলির টেস্টের মাধ্যমে একাধিক ওষুধকে ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত করা হয়েছে। তবে বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক এলাকায় যেভাবে নকল ওষুধ ছড়িয়ে পড়েছে, তাতে দুশ্চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট মহলে। প্রান্তিক এলাকার সাধারণ মানুষ জানেন না কিভাবে নকল ওষুধ চিহ্নিত করতে হয়। পাশাপাশি সঠিক ওষুধ কোথা থেকে কিনবেন, তা নিয়েও রয়েছে সংশয়। এই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে বিসিডিএ-র বসিরহাট জোন। বসিরহাট টাউন হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের কয়েকশো ওষুধ বিক্রেতাকে নকল ওষুধ সম্পর্কে সতর্ক করা হয়। এদিনের সভায় আলোচনা হয়, কোন উৎস থেকে ওষুধ সংগ্রহ করা উচিত এবং কাদের থেকে নয়। সভায় উপস্থিত ছিলেন বিসিডিএ-র রাজ্য সাংগঠনিক সম্পাদক দেবাশীষ গুহ, রাজ্য সম্পাদক পৃথ্বী বোস, বসিরহাট জোন সম্পাদক প্রকাশ দে সহ সংগঠনের বহু সদস্য। তারা জানান, বিগত দু’মাসে এই বিষয় নিয়ে ৫০টির বেশি সভা করা হয়েছে। সেখানে সমস্ত সদস্যদের নকল ওষুধ সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে।”
advertisement