সাবেকি প্রতিমার পাশাপাশি চমক ছিল আলোকসজ্জাতেও। তার মধ্যে অন্যতম বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো এবার তৃতীয় বছরে পড়েছে। ফি বছরেই নজর কাড়ে এদের পুজো। এবার মণ্ডপে বৈচিত্র্য এনেছে তারা। তাদের থিম গ্রাম বাংলার সাজ। কাঠের পুতুল দিয়ে গোটা মণ্ডপ সাজানো হয়েছে। চমক আছে আলোকসজ্জায়। রাস্তার দুই ধারের চন্দননগরের আলো দিয়ে গেট তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের কার্টুন থেকে নানা ধরনের আলোকসজ্জায় সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের মন কাড়বে। পুজোকে ঘিরে কয়েকদিন ভোগ বিতরণের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নবমীর দিন প্রচুর মানুষকে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয়।
advertisement
পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার স্পিকার বারইপুর বিধায়ক শ্রী বিমান বন্দোপাধ্যায়। মূলত চন্দননগরে ষষ্ঠী থেকে দেবীর বোধন শুরু হয়। সেই নিয়ম মতো হবে এই পুজো। এমনটাই জানালেন এক পুজো কমিটির সদস্য।