মঙ্গলবার ১০ দিনের পুলিশ হেফাজতের পর আরাবুল ইসলামকে আবারও বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল ৷ কিন্তু দু’দিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরাবুল ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷ তাই আরাবুলের অনুপস্থিতিতে এদিন তাঁর আইনজীবীরা বিচারকের কাছে জামিনের আবেদন করেন ৷ আরাবুলের হয়ে আইনজীবীরা সওয়াল করলেও বারুইপুর আদালতের জুডিসয়াল ম্যাজিস্ট্রেট দেবাঙ্গি রাই আরাবুলের জামিনের আবেদন নাকচ করে দেন ৷ একইসঙ্গে সুস্থ হয়ে আরাবুলকে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি ৷
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে জমি কমিটির সদস্যদের উপর আচমকাই হামলা চালায় আরাবুল বাহিনী ৷ তাদের উপরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে আরাবুল বাহিনীর বিরুদ্ধে ৷ দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ এরপর বাকিরা কোনওরকমে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও আরাবুল বাহিনীর একজনকে পাকরাও করে জমি কমিটির সদস্যরা ৷ আরাবুল ঘনিষ্ট ওই অভিযুক্ত ব্যক্তির নাম মোকারেম ৷ সেই হামলার জেরেই আরাবুল বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন জমি কমিটির আন্দোলনকারী হাফিজুল মোল্লা ৷