TRENDING:

অলীক চক্রবর্তীকে সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত

Last Updated:

তিন দিনের সিআইডি হেফাজতে অলীক চক্রবর্তী ৷ ইউএপিএ মামলায় সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর: তিন দিনের সিআইডি হেফাজতে অলীক চক্রবর্তী ৷ ইউএপিএ মামলায় সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত ৷ পাশাপাশি অন্য মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত ৷
advertisement

আরও পড়ুন: নমাজের টুপি তৈরি করেই হাতখরচ যোগাড় করেন খণ্ডঘোষের টুপি গ্রামের মহিলা

ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম মুখ অলীক চক্রবর্তীকে গত মাসের শেষেই গ্রেফতার করা হয় ৷ ভুবনেশ্বরের মায়েত্রি বিহার কলোনী থেকে গ্রেফতার করে পুলিশ ৷ যকৃতের সমস্যায় ডাক্তার দেখাতে অলীক ভুবনেশ্বরে গিয়েছিলেন ৷ সেখানেই অলীকের মোবাইল ফোনের টাওয়ার লোকেট করেই পুলিশ অলীককে গ্রেফতার করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

বারুইপুর আদালতে অলীক চক্রবর্তীকে তোলা হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন ৷ অলীক চক্রবর্তীর নামে একাধিক মামলাও আছে ৷ সেই মামলার মাঝেই অসুস্থ হয়ে পড়ছিলেন অলীক চক্রবর্তী ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অলীক চক্রবর্তীকে সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত