পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামে বিরিয়ানির দোকানের পাশে একটি বাড়ি ভাড়া দেন বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তি। ১১ মাসের চুক্তিতে অনির্বাণ তা ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও নানা অজুহাতে ঘর ছাড়ছিলেন না তিনি। এরপরই ওই ঘর ঘর ছাড়ার জন্য চাপ দিলে মালিককে মারধর ও নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান অনির্বাণ। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মধ্যমগ্রামের অত্যন্ত বিখ্যাত বিরিয়ানি চেনের কর্ণধার গ্রেফতার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? জানুন
মধ্যমগ্রাম-সোদপুর রোডে অবস্থিত অনির্বাণের রেস্তরাঁ। বাদামতলায় তাদের একটি গুদামও রয়েছে। এক বাড়ি মালিকের থেকে গুদামটি ভাড়া নেন অনির্বাণ। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গুদামের মালিক অনির্বাণের সঙ্গে দেখা করতে যান। জানান, ১১ মাসের মেয়াদ পেরিয়ে গিয়েছে। এবার বাড়ি ছেড়ে দিতে হবে। সেই বাদানুবাদ ক্রমেই বচসার আকার নেয়। সেই সময় অনির্বাণ বাড়ির মালিকের উপর চড়াও হন এবং রেস্তরাঁর কর্মীরাও তেড়ে আসেন বলে অভিযোগ। অনির্বাণের নিরাপত্তারক্ষীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেই অস্ত্র উঁচিয়েই বাড়ির মালিককে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ।
সোমবার রাতেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান বাড়ির মালিক। আর রাতেই অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হলে অনির্বাণকে দু’দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। যদিও অনির্বাণের স্ত্রীর দাবি, মিথ্যে অভিযোগ আনা হয়েছে।