Biriyani Chain Owner Arrest: মধ্যমগ্রামের অত্যন্ত বিখ্যাত বিরিয়ানি চেনের কর্ণধার গ্রেফতার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Biriyani Chain Owner Arrest: গ্রেফতার জনপ্রিয় বিরিয়ানি চেনের অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তিনি মধ্যমগ্রাম আউটলেটের দায়িত্বে রয়েছেন। মধ্যমগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার।
মধ্যমগ্রামঃ গ্রেফতার জনপ্রিয় বিরিয়ানি চেনের অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তিনি মধ্যমগ্রাম আউটলেটের দায়িত্বে রয়েছেন। মধ্যমগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার। শুধু গ্রেফতার নয়, দু’দিনের জেল হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তিকে মধ্যমগ্রামের বিরিয়ানির দোকানের মালিক হেনস্থা করেন। তাঁর ওপরে চড়াও হয়ে শাসানি দেন, তারপর মারামারিতে জড়িয়ে পড়েন অনির্বাণ। এরপরই পুলিশে অভিযোগ জানান ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ বাঁকুড়ার ‘এই’ পাহাড় রূপকথার জগৎ! আজও তার সৌন্দর্য থেকে বঞ্চিত অনেকেই! না দেখলে আপনার বড় মিস
প্রসঙ্গত, ওই দোকানের ব্যারাকপুর আউটলেটে গুলি চলেছিল বছর খানেক আগ্বে। পরবর্তীতে, মধ্যমগ্রামের আউটলেটের দায়িত্বে থাকা অনির্বাণ দাসকেও নানা সময়ে হুমকির সম্মুখীন হতে হয়। সেই সময়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু এবার মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন খোদ মালিকই। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 12:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biriyani Chain Owner Arrest: মধ্যমগ্রামের অত্যন্ত বিখ্যাত বিরিয়ানি চেনের কর্ণধার গ্রেফতার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? জানুন