Tourism: বাঁকুড়ার 'এই' পাহাড় রূপকথার জগৎ! আজও তার সৌন্দর্য থেকে বঞ্চিত অনেকেই! না দেখলে আপনার বড় মিস

Last Updated:
Bankura Offbeat Tourism: বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বড়দি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা।
1/5
*কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে চড়ুইভাতি করতে শীতকালে অনেকে আসেন। বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বড়দি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি। 
*কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে চড়ুইভাতি করতে শীতকালে অনেকে আসেন। বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বড়দি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি। 
advertisement
2/5
*বাঁকুড়া থেকে রাইপুরের রাস্তায় পড়ে পিড়রগাড়ি মোড়। সেখান থেকে খাতড়া যাওয়ার রাস্তায় ছ’কিমি দূরে চুয়াগাড়া মোড়। ওই মোড় থেকে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে নেতুরপুর পঞ্চায়েতের কালাপাথর গ্রাম লাগোয়া বড়দি পাহাড়। তার কোলঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর তীরে কালাপাথর গ্রামে রয়েছে একটি ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে তা কালাঝর্ণা নামে পরিচিত। ফাইল ছবি। 
*বাঁকুড়া থেকে রাইপুরের রাস্তায় পড়ে পিড়রগাড়ি মোড়। সেখান থেকে খাতড়া যাওয়ার রাস্তায় ছ’কিমি দূরে চুয়াগাড়া মোড়। ওই মোড় থেকে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে নেতুরপুর পঞ্চায়েতের কালাপাথর গ্রাম লাগোয়া বড়দি পাহাড়। তার কোলঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর তীরে কালাপাথর গ্রামে রয়েছে একটি ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে তা কালাঝর্ণা নামে পরিচিত। ফাইল ছবি। 
advertisement
3/5
*পাহাড় বাদেও রয়েছে, একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্ট টিতে রয়েছে সব রকমের ব্যবস্থা। থাকা , খাওয়া, বাচ্চাদের জন্য পার্ক। প্রিয় মানুষের সঙ্গে হাঁটার জন্য সুন্দর রোমান্টিক রাস্তা।
*পাহাড় বাদেও রয়েছে, একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্ট টিতে রয়েছে সব রকমের ব্যবস্থা। থাকা , খাওয়া, বাচ্চাদের জন্য পার্ক। প্রিয় মানুষের সঙ্গে হাঁটার জন্য সুন্দর রোমান্টিক রাস্তা।
advertisement
4/5
*মূলত পাহাড় নদী ছাড়াও এই ইকোরিসোরিটি হচ্ছে মূল একটি আকর্ষণের জায়গা। মানুষের ভিড় শীতে স্বাভাবিকভাবেই বেশি! তবে বর্ষাতেও দেখা যায় ভিড়। ফাইল ছবি। ফাইল ছবি। 
*মূলত পাহাড় নদী ছাড়াও এই ইকোরিসোরিটি হচ্ছে মূল একটি আকর্ষণের জায়গা। মানুষের ভিড় শীতে স্বাভাবিকভাবেই বেশি! তবে বর্ষাতেও দেখা যায় ভিড়। ফাইল ছবি। ফাইল ছবি। 
advertisement
5/5
*শীত প্রায় শেষের দিকে চলে এসেছে। ঠান্ডা কিন্তু বেশ ভালই রয়েছে। ঠান্ডা ভালো থাকার মানে হল, আপনি ঘুরে দেখতেই পারেন বাঁকুড়ার আনাচে কানাচে। মিস করবেন না কিন্তু বাঁকুড়ার বড়দি পাহাড় ইকো রিসোর্ট, এবং নদীর ধারের টিলা। ফাইল ছবি।
*শীত প্রায় শেষের দিকে চলে এসেছে। ঠান্ডা কিন্তু বেশ ভালই রয়েছে। ঠান্ডা ভালো থাকার মানে হল, আপনি ঘুরে দেখতেই পারেন বাঁকুড়ার আনাচে কানাচে। মিস করবেন না কিন্তু বাঁকুড়ার বড়দি পাহাড় ইকো রিসোর্ট, এবং নদীর ধারের টিলা। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement