করোনা সংক্রমনের কারণে এবার অনেকেই পাড়ার পুজোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছেন। অন্যান্যবার দিনভর মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেন অনেকেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করেন তাঁরা।কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা। সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে বাইরে বেশি সময় কাটালে করোনায় আক্রান্ত হবার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এবার বয়স্কদের অনেকেই বাইরে বেরোবেন না। একইভাবে বাবা মায়ের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘোডরা হবেনা ছোটদেরও। মহিলাদেরও অনেকেই এবার পুজো দেখতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কথা ভেবেই অনলাইনে প্রতিমা, মন্ডপ দেখানোর ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা।
advertisement
বর্ধমানে লালটু স্মৃতি সংঘ ও সবুজ সংঘের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য পুজোগুলিতেও মন্ডপ, প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। শুধু বর্ধমানবাসীই নয়,জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাঁকুড়া হুগলি সহ আশপাশের জেলাগুলো থেকেও অন্যান্যবার অগণিত দর্শনার্থী বর্ধমানের পুজো দেখতে আসেন। তাদেরও অনেকেই এবার আসবেন না বলেই মনে করছেন উদ্যোক্তারা। এমনিতেই লোকাল ট্রেন চলাচল বন্ধ। বাস চলাচল অনিয়মিত।তার ওপর করোনা সংক্রমনের আশংকার কারণে এবার তেমন ভিড় হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা। তবুও সকলে যাতে বাড়িতে বসেই মন্ডপ প্রতিমা দর্শন করতে পারেন তা নিশ্চিত করতেই অনলাইনে পুজো দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজার উদ্যোক্তারা