TRENDING:

Khnuti Puja: বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারিতে অনুষ্ঠিত হল খুঁটিপুজো, এ বছরের থিম রাজস্থানী শিল্প

Last Updated:

করোনার সংক্রমণের কারণে গত দুবছর স্বতঃস্ফূর্তভাবে পুজোর আয়োজন করতে পারেনি অনেক পুজো কমিটি। অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কম বাজেটে পুজো করতে হয়েছে অনেক বারোয়ারিকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: রবিবার বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির শারদ উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। দুর্গা পুজোর এই খুঁটি পুজো উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছিল মণ্ডপ চত্বর। ফুল মালায় মুড়ে ফেলা হয়েছিল খুঁটি। তার তলায় ঘট স্থাপন করে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো সম্পন্ন করেন পুরোহিত। খুঁটি পুজো উপলক্ষে সকাল সকাল স্নান সেরে পুজো মণ্ডপ চত্বরে উপস্থিত হয়েছিলেন ক্লাবের সদস্যরা।
advertisement

বর্ধমানের নামী বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম আলমগঞ্জ বারোয়ারি। প্রতি বছরই এখানকার পুজো দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে। মণ্ডপ সজ্জা প্রতিমা সজ্জায় থাকে অভিনবত্ব। তাই এ বার আলমগঞ্জ বারোয়ারির পুজোর থিম জানতে আগ্রহী ছিলেন দর্শকরা। শুধু বর্ধমান শহরের বাসিন্দারাই নন, পাশের হুগলি বীরভূম বাঁকুড়া-সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাসিন্দারা এখানকার দুর্গাপুজো দেখতে আসেন।

advertisement

আরও পড়ুন: ছ'ফিট উঁচু, ১৩ টনের বেশি ওজন এই শিবলিঙ্গের! বাবা বর্ধমানেশ্বরের ইতিহাস জানা আছে?

আলমগঞ্জ বারোয়ারির পক্ষে পার্থ নন্দী জানান, এ বারের থিম 'রাজস্থানের শিল্প'। অর্থাৎ রাজস্থানের শিল্প, সেখানকার সুন্দর কারুকার্য স্থান পাবে মণ্ডপে। এ বার আলমগঞ্জ বারোয়ারির পুজো ৭২ বছরে পা দিল। পার্থ নন্দী জানান, অন্য বারের মতো এ বারও দর্শকরা যাতে উৎসবমুখর পরিবেশে আনন্দে পুজো দেখতে পারেন তা নিশ্চিত করবে আলমগঞ্জ বারোয়ারি। বাড়িতে বসে পুজো তো দেখা যাবেই, গাড়িতে বসেও পুজো দেখে যেতে পারবেন দর্শকরা, তেমনই ব্যবস্থা থাকবে।

advertisement

আরও পড়ুন: স্বামীর জমানো কষ্টের টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী! ছেড়ে গেলেন ২ সন্তানকেও

শিল্পী গৌরাঙ্গ কুইলা বলেন, ''গত বছরগুলির মতো এ বারও আলমগঞ্জ বারোয়ারির এই থিম দর্শকদের যথেষ্টই ভালো লাগবে এমনটাই আশা করছি। মন্ডপের গায়ে যে সূক্ষ্ম শিল্প থাকবে তা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা রাখি।''

advertisement

করোনার সংক্রমণের কারণে গত দুবছর স্বতঃস্ফূর্তভাবে পুজোর আয়োজন করতে পারেনি অনেক পুজো কমিটি। অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কম বাজেটে পুজো করতে হয়েছে অনেক বারোয়ারিকেই। এবার এখনও পর্যন্ত যা পরিস্থিতি,তাতে করোনা তেমন বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন পুজোর উদ্যোক্তারা। তবে সংক্রমণ যাতে না বাড়ে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khnuti Puja: বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারিতে অনুষ্ঠিত হল খুঁটিপুজো, এ বছরের থিম রাজস্থানী শিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল