সময় যত গড়াছে ভিড় তত বাড়ছে। ভাতারের মাহাতা গ্রামে মাটির নীচে সুড়ঙ্গে কী আছে? শনিবার থেকে হাওয়ায় ভাসছে, সুড়ঙ্গ খুঁড়লেই নাকি মিলতে পারে চোখ ধাঁধানো মণি-মুক্তো। গুপ্তধনের সন্ধানে বাড়ছে কৌতূহল। পুলিশ জায়গা ঘিরে রাখলেও নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার। রহস্য ভেদ করতে অনেকেই নেমে পড়ছেন সুড়ঙ্গে।
সুড়ঙ্গে কী আছে, তা পরীক্ষা করে দেখবে পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ। যদিও রবিবার মাহাতা গ্রামে যায়নি এএসআই।
advertisement
২ কাঠা জমির উপর বাড়ি তৈরির কাজ শুরু করেন জিয়ারুল মল্লিক। গ্রামের শেষ প্রান্তে কুনুর নদীর কাছে নতুন বাড়ির ভিত তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছিল শুক্রবার। ফুট পাঁচেক গর্ত করার পরই দেখা মেলে সুড়ঙ্গের। আরও মাটি সরাতেই দেখা যায় সাত ফুট লম্বা ও দেড় ফুট চওড়া একটি ঘরের মত ঘেরা জায়গা।
ছটি পিলারের নীচেও মিলেছে ইটের নির্মাণ। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘিরে ফেরা হয় জায়গাটি। বন্ধ করে দেওয়া হয় মাটি কোপানোর কাজ।
সুড়ঙ্গ ঘিরে ভাতারে টানটান উত্তেজনা। টানটান রহস্য। সবসময় কী হয় কী হয়.....