TRENDING:

৬ মাসের মধ্যে ফের ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের নতুন ফলস সিলিং, আহত ১ পরিযায়ী শ্রমিক

Last Updated:

জানুয়ারি মাসে যে পের্টিকো ভেঙে পড়ে, সেই পোর্টিকো সারাইয়েরই কাজ করছিল রেল। ফের সেই পোর্টিকোরই ফলস সিলিং ভেঙে পড়ে সামিরুল নামের ওই পরিযায়ী শ্রমিকের মাথায় । জখম হন ওই ব্যক্তি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: মাত্র ছ'মাস আগের ঘটনা । রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন গত ৪ জানুয়ারি মাসে ভেঙে পড়েছিল দেড়শো বছরের পুরনো বর্ধমান স্টেশনের পোর্টিকো । সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ১ ব্যক্তির । ফের সেই ঘটনার পুনরাবৃত্তি । রবিবার এক নম্বর স্টেশনের অনুসন্ধান অফিসের সামনে বারান্দার চাঙড় খসে পড়ায় উত্তেজনা তৈরি হয়েছে বর্ধমান স্টেশনে। আহত হয়েছেন কেরলের এক পরিযায়ী শ্রমিক।
advertisement

জানুয়ারি মাসে যে পের্টিকো ভেঙে পড়ে, সেই পোর্টিকো সারাইয়েরই কাজ করছিল রেল। ফের সেই পোর্টিকোরই ফলস সিলিং ভেঙে পড়ে সামিরুল নামের ওই পরিযায়ী শ্রমিকের মাথায় । জখম হন ওই ব্যক্তি ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই ঘটনা ঘটার পরেই বিষয়টি ধামাচাপা দিতে আসরে নামে রেল । রেলের বিরুদ্ধে অভিযোগ, ফলস সিলিং ভেঙে পড়ার খবর পৌঁছলেও প্রথমে বিশেষ গুরুত্ব দিতে রাজি হননি আধিকারিকরা। পূর্ব রেলের CPRO-র তরফে জানানো হয়, কেউ জখম হয়নি । জল লিক করে এই দুর্ঘটনা ঘটেছে । হাওড়া DRM-এর তরফে জানানো হয়, বড় দুর্ঘটনা ঘটেনি । ছোট অংশ ভেঙেছে । রেলের এই গাফিলতি এবং দায় এড়িয়ে যাওয়া মনোভাবে অসন্তোষ দানা বাঁধছে স্থানীয়দের মধ্যে । কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তির পরেও নির্বিকার রেল, সে প্রশ্ন উঠছে ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৬ মাসের মধ্যে ফের ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের নতুন ফলস সিলিং, আহত ১ পরিযায়ী শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল