ভোটের আগে দুই বর্ধমান-সহ বীরভূম জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি। শুক্রবার বর্ধমান সার্কিট হাউসে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। দুটি পর্যায়ে এই বৈঠক হয়। প্রথম দফায় তিন জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। পরে তিনি শুধু মাত্র আধা সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করেন।
advertisement
বৈঠক শেষে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত জেলার নির্বাচনী ব্যবস্থায় তিনি খুশী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে, কোনও প্ররোচনা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য জেলা পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্সকে কীভাবে ব্যবহার করা হবে তার রূপরেখা এ দিন খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি তিনি জানান, বিভিন্ন সমাজবিরোধী ও যাঁদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাঁদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কী কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে ততই এ ব্যাপারে জেলা পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে বলে তিনি জানান। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কী রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও এ দিন খতিয়ে দেখেন তিনি। বিধানসভা নির্বাচনে বুথের ভেতর, বাইরে এবং বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হবে তাও খতিয়ে দেখেন।
বৈঠক শেষে অনিল কুমার শর্মা জানিয়েছেন, তিন জেলার পুলিশি ব্যবস্থায় তিনি খুশী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে, কোনও প্ররোচনা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য জেলা পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্সকে কীভাবে ব্যবহার করা হবে তার রূপরেখাও এ দিন তিনি খতিয়ে দেখেছেন।
Saradindu Ghosh