বর্ধমানের কুড়মুন,সোনাপলাশি ও তার আশপাশ এলাকার বাসিন্দারা শিয়ালের ভয়ে আতঙ্কিত। শিয়ালের হামলার ভয়ে ভোরে ধান কাটতে যেতে পারছেন না কৃষকরা। দিনের আলো থাকতে থাকতেই তাঁদের মাঠ থেকে ঘরে ফিরতে হচ্ছে। সোনাপলাশি গ্রামে দিলীপ সিং নামে এক ক্ষেতমজুর শিয়ালের হামলায় গুরুতর জখম হয়েছেন। এরপর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। সেই খবর পেয়ে উদ্বেগ দূর করতে এলাকায় মাইকিং করল বন দফতর।
advertisement
এলাকার বাসিন্দা দেবাশিস মল্লিক বলেন, ‘মাঠে এমনিতেই সাপের উপদ্রব রয়েছে। তার উপর শিয়ালের দল নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। একা মাঠে গিয়ে শিয়ালের হামলা ঠেকানো যাবে না এটা বুঝতে পারছি। তাই দলগতভাবে মাঠে যেতে হচ্ছে আমাদের।’ সোনাপলাশির বাসিন্দা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শিয়ালের সংখ্যা খুবই বেড়ে গিয়েছে। আগে তারা ধান জমির কাঁকড়া,শামুক,মাছ খেত। এখন সে সব খাবার না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে। সন্ধে নামলেই হাঁস,মুরগির খোঁজে দরজায় দরজায় ঘুরছে। নদীর ধার, ক্যানেল, পুকুর পাড়ে তাদের দাপট অনেক বেশি। সেসব জায়গায় একা কাউকে পেলে তার ওপর হামলা চালাচ্ছে শিয়ালরা। স্বাভাবিকভাবেই তাদের আক্রমণের ভয়ে সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।’ বন দফতরের কর্মী আধিকারিকরা শিয়াল উপদ্রুত এলাকাগুলি ঘুরে দেখেন। সেই সব এলাকার ছবিও তোলেন। শিয়ালের হামলা কিভাবে ঠেকানো যাবে সে ব্যাপারে বাসিন্দাদের বিভিন্ন পরামর্শ দেন। বন দফতর পাশে দাঁড়ানোর কিছুটা আশ্বস্ত বাসিন্দারা।
