TRENDING:

বাঁকুড়ার পর এবার বর্ধমান! কী ভয়াবহ ঘটনা বর্ধমানে! দুপুরের পর থেকেই অন্তত ৫ জনের মৃত্যু! কী হল জানেন?

Last Updated:

Bardhaman News: প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বর্ধমানের মাধবডিহি, রায়না, মঙ্গলকোট, আউশগ্রাম এলাকা থেকে মৃত্যুর খবর মিলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

বর্ধমান: পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বর্ধমান জেলায় মৃত্যু হল ৫ জনের। আহত হলেন আরও জন। বৃহস্পতিবার দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বর্ধমানের মাধবডিহি, রায়না, মঙ্গলকোট, আউশগ্রাম এলাকা থেকে মৃত্যুর খবর মিলেছে।

advertisement

আরও পড়ুন: ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ায়! এক, দুই নয়, পরপর মৃত্যু ৫ জনের! স্বজন হারানোর কান্না দিকে-দিকে

১) সনাতন পাত্র (৬০)-মাধবডিহি থানার আলমপুরে জমিতে চাষ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়বাড়ি মাধবডিহি গ্রামে।

advertisement

২) অভিজিৎ সাঁতরা (২৫)-রায়না থানার তেণ্ডুলে বাড়ি। জমিতে চাষ করার সময় বাজ ড়ে মৃত্যু হয়

৩) বুড়ো মাড্ডি (৬৪)-মঙ্গলকোটের চানক গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণপুরে বাড়ি। জমিতে চাষ করার সময় বাজ ড়ে মারা যায়

advertisement

) পরিমল দাস (৩৫)-মাধবডিহি থানার শেরপুরে জমিতে চাষ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়বাড়ি খণ্ডঘোষ থানার মুইধারাতে

৫) রবীন টুডু (২৫)-আউগ্রাম থানার দিয়াশা হাটমারা মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়বাড়ি আউগ্রাম থানার বেলাড়ি তাঁতপুকুর এলাকায়

advertisement

এছাড়াও ভাতারের ভূমশোড় এলাকায় জমিতে চাষ করার সময় বাজ পরে আহত হয় চার জন এবং মাধবডিহি থানার শেরপুরে জমিতে চাষের কাজ করার সময় আহত হয় আরও এক জন।

এদিকে, বজ্রপাতের ঘটনায় বাঁকুড়া জেলায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত ২ জন। বৃহস্পতিবার দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাসপাত্রসায়র থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছেন দু’জন

আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিলই। সেই পুর্বাভাস মোতাবেক বৃহস্পতিবার দুপুরের পর বাঁকুড়ার আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টি নামে। তার পরেই আসতে থাকে একে একে মৃত্যুর খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ার পর এবার বর্ধমান! কী ভয়াবহ ঘটনা বর্ধমানে! দুপুরের পর থেকেই অন্তত ৫ জনের মৃত্যু! কী হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল