মৃতার পরিজনদের দাবি, সামিলার সঙ্গে এক যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁর বিয়ে হলেও এখন সে স্বামী পরিত্যক্তা।তিন বছর ধরে পূর্বের প্রেমিকের সঙ্গেই তাঁর সম্পর্ক আরও নিবিড় হয়। প্রেমিক কাজের সূত্রে বাইরে থাকেন। কিছুদিন আগে সে বাড়িতে ফেরে। দু’জনের এই সম্পর্ক জানাজানি হতেই দুই বাড়ির লোকজনকে নিয়ে গ্রামেই একটি মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু প্রেমিক তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করে।
advertisement
আরও পড়ুনঃ খাঁ খাঁ করছে এলাকা! বর্ধমানের গ্রাম ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা, কেন জনশূন্য হয়ে পড়ছে বেগুনকোলা?
প্রেমিকের কাছ থেকে প্রত্যাখ্যানের পর সামিলা বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন। তাতেও প্রেমিকের কাছ থেকে সম্পর্কের ইতিবাচক সাড়া না পেয়ে প্রেমিকের বাড়ির উঠোনে বসেই বিষপান করেন ওই যুবতী। অভিযোগ, এরপর তিনি অসুস্থ হয়ে পড়লেও প্রেমিক বা তাঁর পরিবারের কেউই তাঁকে সহায়তার জন্য এগিয়ে আসেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভরতপুর থানার পুলিশ সামিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবারই তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় সামিলার। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও প্রকার লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
