নির্যাতিত কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
চোর অপবাদ দিয়ে নাবালকের উপর পাশবিক নির্যাতন! লোকজন জড়ো করে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বছর দশেকের নাবালকের শরীর জুড়ে মারধরের চিহ্ন স্পষ্ট! খবর পেয়ে নাবালককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় আউশগ্রাম থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিয়ে দিল রাজ্য…! কোটি কোটি মানুষের জন্য জরুরি খবর
নাবালকের মায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতা সুব্রত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২),১১৫(২),১১৭(২) ধারায় মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।আউশগ্রাম থানা এলাকার ঘটনা। আউশগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করার পর ওই কিশোরের চিকিৎসার ব্যবস্হা করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার মুখপাত্র শান্তরূপ দে বলেন, তৃণমূল কংগ্রেস মানেই সাধারণ মানুষের উপর নির্যাতন।কোন এক্তিয়ারে ওই কিশোরকে মারধর করলেন তৃণমূল নেতা। একটি নাবালককে তাঁর মায়ের সামনে এমন নির্মমভাবে মারধর করা হল। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। দোষীর দৃষ্টান্তমূলক সাজা চাইছি। আক্রান্ত কিশোরের পরিবারের পাশে রয়েছি আমরা।
অন্যদিকে তৃনমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ দাস বলেন, “এই ঘটনার সঙ্গে দলের কোনও রকম সম্পর্ক নেই। আইন আইনের মতো চলবে। দল তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না। আমরাও এই ঘটনার নিন্দা করছি। আমরাও চাই পুলিশ প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিক।”