এদিন শুরু থেকেই BJP-র জেতা নিয়ে চূড়ান্ত 'কনফিডেন্ট' রূপে অবতীর্ণ হন মোদি। দাবি করেন, 'মাত্র চার দফা ভোট হয়েছে বাংলায়। এর মধ্যেই তৃণমূল সাফ হয়ে গেছে। দিদি আপনাদের সঙ্গে খেলার কথা বলেছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। দিদিকে নন্দীগ্রামের মানুষই ক্লিন বোল্ড করে দিয়েছে। প্রথম চার দফাতেই বিজেপির সিটের সেঞ্চুরি হয়ে গিয়েছে।'
advertisement
এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। বামেদের প্রসঙ্গ টেনে এনে মোদির খোঁচা, ' যেভাবে কংগ্রেস ও সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আর ফেরেনি, সে রকম দিদি আপনিও যে এবার চলে যাবেন, আর ফিরবেন না। দিদির পুরো দলকে মাঠছাড়া করেছে বাংলার মানুষ।'
মোদির 'দিদি, ও দিদিইইইইই' ডাক নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। এমনকী এ নিয়ে পথে নেমে বিক্ষোভও দেখিয়েছেন বহু মহিলা। তবে, প্রধানমন্ত্রী যে নিজের অবস্থান থেকে সরছেন না, তা এদিনও বুঝিয়ে দেন। উপস্থিত জনতার সামনেই ফের মোদির ডাক, 'দিদি, আরে ও দিদিইইইই...... আর কত বাংলার মানুষের শোষন করবেন! আর কত কাটমানি নেবেন বাংলার মানুষের কাছ থেকে। নেতাদের বড় বড় ঘর, গাড়ি, আর বাংলার মানুষ বঞ্চিত হবে না। বাংলার মানুষকে আর লুঠ করতে দেওয়া হবে না। বাংলার বিজেপি সরকার আসল পরিবর্তন নিয়ে আসবে।'