পুজোর অনেক আগেই বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকার ফুটপাথ ও তার পাশে থাকা বিভিন্ন ভবনের দেওয়াল নীল সাদা রঙে করে সাজিয়ে তোলা হয়। দেওয়ালে লাগানো বিভিন্ন বোর্ডে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। ফুটপাথের রেলিংজুড়ে টবে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে। এবার শহরকে সাজাতে কার্জন গেট থেকে বীরহাটা ব্রিজ পর্যন্ত এলাকায় জিটি রোডের পাশের ভবনগুলিও রঙ করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।ইতিমধ্যে এই কাজের জন্য পুরসভা টেন্ডার প্রক্রিয়া শেষ করেছে। খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হয়ে যাবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন, 'টাকা না দিলে আমি জানি কী করতে হবে,' কী এমন ইঙ্গিত করলেন মমতা
জানা গিয়েছে, কার্জন গেট থেকে বীরহাটার দিকে জি টি রোডের ডানদিকের ভবনগুলি রঙ করা হবে। ইতিমধ্যে সেইসব ভবন মালিকদের কাছ থেকে সম্মতিও নেওয়া হয়েছে বলে খবর। পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, শহরজুড়েই সৌন্দর্যায়নের কাজ চলছে। কার্জন গেট থেকে বীরহাটা পর্যন্ত রাস্তার আশেপাশে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন, অখিলের জন্য দুঃখপ্রকাশ মমতার, তীব্র ধিক্কার! নাম না করে শুভেন্দুকেও নিশানা
আগেই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের বি সি রোড সংস্কারের কাজ করা হয়েছিল। এই রাস্তা চওড়া করার পাশাপাশি রাস্তার দুধারে রেলিং বসানো হয়েছে। হকারদের রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে ছোট জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। সেই রাস্তা চওড়া হওয়ায় খুশি বাসিন্দারা। বিধায়ক খোকন দাস বলেন, কার্জন গেট চত্বরের পর বীরহাটা এলাকার সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। কার্জন গেটের মতো সেখানেও বিশ্ব বাংলার লোগো বসানো হবে।