TRENDING:

Bardhaman News: জামিন পেয়েও শেষরক্ষা হল না, ফের গ্রেফতার বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট, কারণ জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Bardhaman News: জামিন পেয়েও শেষরক্ষা হল না। অন্য একটি অভিযোগে ফের গ্রেফতার হলেন বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট সমীররঞ্জন মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: জামিন পেয়েও শেষরক্ষা হল না। অন্য একটি অভিযোগে ফের গ্রেফতার হলেন বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট সমীররঞ্জন মুখোপাধ্যায়। ফের তাঁকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছিল। ভুয়ো চেক দিয়ে কয়েক দফায় তুলে নেওয়া হয় ওই টাকা।
জামিন পেয়েও শেষ রক্ষা হল না, মহারাষ্ট্রে ফের গ্রেফতার বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট 
জামিন পেয়েও শেষ রক্ষা হল না, মহারাষ্ট্রে ফের গ্রেফতার বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট 
advertisement

এই ঘটনার তদন্তে নেমে তিনজনকে আগেই গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তাদের জেরার সূত্র ধরে গ্রেফতার করা হয় বর্ধমান পৌরসভার চুক্তিভিত্তিক অ্যাকাউন্টেন্ট সমীররঞ্জন মুখোপাধ্যায়কে। বর্ধমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বর্ধমান আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে তাকে মহারাষ্ট্র নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে…! রক্ষে নেই বাংলার, ঘণ্টাখানেকেই তুমুল ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বড় আপডেট

advertisement

বর্ধমানে খবর এসেছিল, জামিন পেয়ে রাজ্যে ফিরে আসছেন সমীররঞ্জন মুখোপাধ্যায়। কিন্তু তা হয়নি। ফের তাকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। কেন? জামিন পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার। আরও একটি চেক-জালিয়াতি ও অর্থ প্রতারণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান পুরসভার চুক্তিভিত্তিক হিসাবরক্ষক  সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুটিবরি নাকাতে নাগপুরের কাডামনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় তাঁকে নাগপুরের একটি আদালতে তোলা হয়। রাত পর্যন্ত শুনানি চলে।

advertisement

আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন

আইনজীবী বর্ধমান আদালতের আইনজীবী স্বরাজ ঘোষ বলেন, বৃহস্পতিবার একটি মামলায় আমার মক্কেলকে আদালত জামিন দেয়। কাজ মিটিয়ে ফেরার পথে ফের একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তাঁর পুলিশ হেফাজত হয়েছে। প্রসঙ্গত, আগেই এই ঘটনায় অ্যাকাউন্টেন্ট সমীররঞ্জন মুখোপাধ্যায়কে নির্দোষ বলে দাবি করেছিল পৌরসভা কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবর্জনা সংগ্রহ, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার, বারাসাতে ৫ পরিষেবার আবেদন এবার অনলাইনে!
আরও দেখুন

তাদের বক্তব্য, রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের ভুলে পৌরসভার অ্যাকাউন্ট থেকে ওই টাকা চলে গিয়েছিল। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, যে চেকে টাকা উঠেছে সেই চেক আমাদের কাছেই আছে। ব্যাঙ্ক তাদের ভুল বুঝতে পেরে পুরো টাকাটাই ফেরত দিয়েছে। তবে মহারাষ্ট্র পুলিশের দাবি, আগে ধৃত তিনজনের সঙ্গে সমীররঞ্জনের ফোনে একাধিকবার কথা ও সাক্ষাৎ হয়েছে। সেসব তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: জামিন পেয়েও শেষরক্ষা হল না, ফের গ্রেফতার বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট, কারণ জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল