সোমবার প্রতিটি জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ এই 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরির প্রস্তাব দেন। স্বাস্থ্য দফতরের সচিবকে বিষয়টি দেখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, '' শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, আশপাশের সব জেলা থেকেই প্রসূতিরা এখানে আসেন। অনেক সময় বেড পাওয়া নিয়ে সমস্যা হয়। তাঁদের জন্য 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরি হলে খুবই ভাল হবে।''
advertisement
বর্ধমান মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, রোগীর চাপের কারণে সবসময় প্রসূতিদের বেড দেওয়া যেমন সম্ভব হয় না, তেমনই উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রটিও মাঝে মধ্যে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ ওঠে। 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' হলে সেখানে উন্নত পরিকাঠামোর পাশাপাশি বাড়তি ডাক্তার-নার্স মিলবে। ফলে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরির প্রস্তাব নতুন নয়। এক দশক আগেই এই নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছিল এবং সে-কাজ গতিও পেয়েছিল। কিন্তু জমি সমস্যার কারণে সেই কাজ তখন আটকে যায়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, জমির আর কোনও সমস্যা নেই। বর্ধমান মেডিক্যালের নিজস্ব জমিতেই এই 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' গড়ে তোলা যেতে পারে। রাজ্য স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত পাওয়া গেলেই এই কাজের প্রস্তুতি শুরু করা যাবে।