TRENDING:

অন্তস্বত্তা গৃহবধূকে খুন করে ঝোলানোর অভিযোগে আটক স্বামী ও ননদ

Last Updated:

পাঁচ মাসের অন্তঃস্বত্বা গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: পাঁচ মাসের অন্তস্বত্তা  গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মায়ের। মৃতার নাম চম্পা সাহা (২৩)।পুলিশ মৃতার স্বামী ও ননদ কে আটক করেছে। এক বছর আগে পূর্ব বর্ধমানের ভাতাড়ের ঝর্ণা কলোনীর তরুণী চম্পার সঙ্গে বিয়ে হয় বর্ধমানের সদরঘাটের শ্মশান পাড়ার বাসিন্দা সন্তোষ সাহার ।
advertisement

বিয়ের সময় যৌতুকের দাবী না থাকলেও ৩ ভরি সোনার গহনা দেয় মেয়ের পরিবার। যৌতুক হিসাবে তিন ভরি সোনার গহনা দেয় চম্পার বাড়ি থেকে। মৃতার পরিবারের অভিযোগ বিয়ের ৩ মাস পর থেকেই টাকার দাবী করতে শুরু করে স্বামী সন্তোষ সাহা।এর মধ্যে শ্বশুরবাড়ির দাবী মত ২০ হাজার টাকা দেয় চম্পার দাদা।তারপরও দাবী করতো ব্যবসা বাড়ানোর জন্য আরও টাকা আনতে হবে। এমনকী, বাইক কেনার জন্য টাকার দাবী করে। দাবী মত টাকা না পেয়ে নির্যাতন বাড়তে থাকে চম্পার উপর।মাস তিনেক আগে অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খায় চম্পা। সন্তোষ লটারীর ব্যবসা করে।অন্যদিকে একমাত্র মেয়ের মৃত্যুর খবর পেয়ে মা কবিতা গোলদারও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অন্তস্বত্তা গৃহবধূকে খুন করে ঝোলানোর অভিযোগে আটক স্বামী ও ননদ