এ দিন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় ২৩ হাজার ৭৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৯৫৯ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে এই জেলায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৫৯২ জন। এ দিন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে ২১৬ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
পূর্ব বর্ধমান জেলায় নতুন করে আক্রান্ত ৫৪৭ জনের মধ্যে ১২৪ জন বর্ধমান পৌরসভা এলাকার বাসিন্দা। এছাড়াও দাঁইহাট পৌরসভা এলাকায় ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গুসকরা পৌরসভা এলাকায় ২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কালনা পৌরসভা এলাকায় নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কাটোয়া পৌরসভা এলাকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন আক্রান্ত হয়েছে।
এছাড়াও আউসগ্রাম এক নম্বর ব্লকে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আউশগ্রাম দু'নম্বর ব্লকে আক্রান্তের সংখ্যা ৭ জন। ভাতার ব্লকে ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্ধমান এক নম্বর ব্লকের ৩৩ জন ও বর্ধমান দু'নম্বর ব্লকে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোলসি এক নম্বর ব্লকে ২৪ জন করোনা আক্রান্ত হয়েছে। গলসি দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন পনেরো জন। জামালপুর ব্লকের ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কালনা এক নম্বর ব্লকে ২১ জন ও কালনা দু নম্বর ব্লকে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Saradindu Ghosh