গত চব্বিশ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় নতুন করে ৮৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বর্ধমান শহরের বাসিন্দা রয়েছেন ২৩৪ জন। এছাড়া দাঁইহাট পৌরসভা এলাকায় ছ জন করোনা আক্রান্ত হয়েছেন। গুসকরা পৌরসভা এলাকাতেও নতুন করে ছ জন করোনা আক্রান্ত হয়েছেন। কালনা পুরসভায় এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন। কাটোয়া পৌরসভা এলাকায় ৫৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মেমারি পৌরসভা এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন।
advertisement
গ্রামীণ এলাকারগুলির মধ্যে ভাতার ব্লকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১ জন। আউশগ্রাম এক নম্বর ব্লকে ন জন ও আউশগ্রাম দু'নম্বর ব্লকে দশজন করোনা আক্রান্ত হয়েছেন। বর্ধমান এক নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন। বর্ধমান দু'নম্বর ব্লক করোনা আক্রান্ত হয়েছেন ২৬ জন। গলসি এক নম্বর ব্লকে ২৫ জন আক্রান্ত হয়েছেন। গলসি দু নম্বর ব্লকে নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছেন। জামালপুর ব্লকে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কালনা এক নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন। কালনা দু নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন। কাটোয়া এক নম্বর ব্লকে কুড়িজন ও কাটোয়া দু'নম্বর ব্লকে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেতুগ্রাম এক নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। কেতুগ্রাম দু নম্বর ব্লকের ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। খণ্ডঘোষ ব্লকে ২২ জন আক্রান্ত হয়েছেন। মন্তেশ্বর ব্লকের আক্রান্ত হয়েছেন ন জন। মেমারি এক নম্বর ব্লকে ১৫ জন ও মেমারি দু নম্বর ব্লকে কুড়ি জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলকোটে আক্রান্ত হয়েছেন চারজন। পূর্বস্থলী এক নম্বর ব্লকে সাতজন ও পূর্বস্থলী দু'নম্বর ব্লকে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রায়না এক নম্বর ব্লকে কুড়ি জন ও রায়না দু'নম্বর ব্লকে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Saradindu Ghosh