রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।এদিন আরামবাগের দিক থেকে বারাসত ফিরছিলেন দুই ভাই। হুগলির চণ্ডীতলা পেরিয়ে শিয়াখালা অতিক্রম করার পরই দেশমুখার কাছে কাউন্সিলরের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে প্রায় ট্রাক্টরের নীচে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলির তৃণমূল নেতৃত্ব। ফোনে পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার।
advertisement
এদিকে, বারাসতে দুর্ঘটনার খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাউন্সিলরের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন দলের কর্মী-সমর্থকেরা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন প্রদ্যুৎ ভট্টাচার্য। এলাকায় জনপ্রিয়ও ছিলেন যথেষ্ট। ফলে, তাঁর এই মর্মান্তিক পরিণতির কথা মেনে নিতে পারছেন না কেউই। প্রদ্যুৎবাবুর স্ত্রী ও এক কন্যা রয়েছেন।