সূত্রের খবর, শনিবার বরাহনগর শম্ভুনাথ দাস লেন এলাকায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে দোকানের মধ্যে খুন করে সোনার গয়না লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। মোট ছয় জন দুষ্কৃতী এসেছিল। তাদের মধ্যে তিনজন দোকানের ভিতরে ঢোকে ক্রেতা সেজে। আর বাকি তিনজন দাঁড়িয়ে থাকে বাইরে। পাহারা দেয় তারা। ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুট করতে যায় দুষ্কৃতীরা। তখন স্বর্ণ ব্যবসায়ী বাধা দিতে গেলে তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এরপর সোনার গয়না নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল।
advertisement
বরাহনগর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শম্ভুনাথ লেন এলাকার ঘটনায় আতঙ্কে স্থানীয় লোকজন। এলাকাটি জনবহুল। কিন্তু দুপুর বেলায় এলাকা ফাঁকা ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা ঢোকে সোনার দোকানে। প্রথমে তারা লঙ্কার গুড়ো ছেটায় ব্যবসায়ীর চোখে। বাধা দিতে গেলে তাকে মারধর করে ৩ জন দুষ্কৃতী। হাত-পা বেঁধে দোকানের মধ্যে ফেলে সোনাদানা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীর দল। দেওয়ালে স্পষ্ট রক্তের দাগ। দিনেদুপুরে এমন ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।