তীব্র দাবদাহে অস্থির বাঁকুড়ার মানুষ। সকাল থেকে ভ্যাপসা গরম শহর জুড়ে। আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘন্টায় বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল থেকে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল! তীব্র গরমের জেরে জেলায় জেলায় অরেঞ্জ অ্যালার্ট, কতদিন চলবে
advertisement
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিমাণ আরও বাড়বে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। তীব্র গরমে নাজেহাল শহরবাসী, বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এলাকার মানুষ। গরমের দাপটে শুকিয়ে গিয়েছে একাধিক পুকুর। গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য পুকুরে ঝাঁপ কচিকাঁচাদের ।
এর মধ্যেই ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আগামী কয়েকদিনের মধ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।