TRENDING:

৪৪, ৪৪! পর পর দু'দিন! পুড়ছে বাংলার এক জেলা, ভয়ঙ্কর গরমের রেকর্ড

Last Updated:

Bankura weather 44 degree: রাজ্যের এক জেলায় পর পর ২ দিন ৪৪ ডিগ্রি তাপমাত্রা। আগুনের হলকার মতো হাওয়া। গরমের রেকর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: টানা দুদিন ৪৪ ডিগ্রী সেলসিয়াসে বাঁকুড়ার তাপমাত্রা! উত্তরবঙ্গের মালদাতে ৪২ ডিগ্রি ছাড়াল পারদ। আরও একদিন চরম তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়।
advertisement

বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা পরিসংখ্যানে রাজ্যের একমাত্র বাঁকুড়া জেলা ৪৪ ডিগ্রি পার করে গেছে। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। রাজ্যের ৫ জেলাতে ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা।

রাজ্যের ১৯ জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়াবিদদের।

advertisement

আরও পড়ুন- হারিয়ে যেতে বসেছে বসিরহাটের গামছা, চরম সমস্যায় তাঁত শিল্পীরা 

এক নজরে দেখে নেওয়া যাক বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোথায় কত?

কলকাতার আলিপুরে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

সল্টলেক ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বারাকপুর ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

advertisement

হাওড়ার উলুবেড়িয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

ওই জেলারই ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

advertisement

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে আজ বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলার কলাইকুন্ডাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- কাগজ কেটে নেতাজি, কিশোর কুমার, সুচিত্রা! আর কি করেন এই যুবক?

পাশের জেলা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা।

advertisement

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজ বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা  ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলার সমুদ্র সৈকতের দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

নদীয়ার কৃষ্ণনগরে আজ বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

পশ্চিমের জেলাগুলিতেও চল্লিশ পার তাপমাত্রা। বাঁকুড়া জেলায় আজকেও সর্বোচ্চ তাপমাত্রা চলতি বছরের রেকর্ড। তাপমাত্রা হয়েছে ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বীরভূমের শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা  ৪১.৬ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

হুগলি জেলার মগরাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে সর্বোচ্চ তাপমাত্রা পারদ ছুঁয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

পশ্চিম বর্ধমানের পানাগড় এলাকায় তাপমাত্রা পারদ ছুঁয়েছে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। এই জেলার আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৫.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ  ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা শিলাবৃষ্টির পর সামান্য কমেছে। মালদায় স্বাভাবিকের থেকে প্রায় ৭ ডিগ্রী উপরে পারদ।

উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। কোচবিহারে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

জলপাইগুড়িতে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। কালিম্পং জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। আলিপুরদুয়ারে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪৪, ৪৪! পর পর দু'দিন! পুড়ছে বাংলার এক জেলা, ভয়ঙ্কর গরমের রেকর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল