TRENDING:

চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি! আবাস যোজনার তালিকায় থেকেও জোটেনি পাকা দেওয়াল, শাসক-বিরোধীর দায় ঠেলাঠেলি

Last Updated:

টানা দুর্যোগের জেরে শনিবার বিকেলে দোতলা মাটির বাড়ি হটাৎই চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ৭টি পরিবারের ২৫ জন সদস্য কোনমতে রক্ষা পেয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ গত কয়েক দিনের অনবরত বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। অল্পের জন্য প্রানে রক্ষা ৭টি পরিবার। মাথার উপরের ছাদ হারিয়ে দিশেহারা অবস্থা পরিবারগুলির। আবাস যোজনার বাড়ি নিয়ে তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে।
অনবরত বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি
অনবরত বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি
advertisement

চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বসত বাড়ি। বড় বিপদের থেকে রক্ষা পেয়েছে ৭টি পরিবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার আগড়দা গ্রামে। মাথায় ছাদ হারিয়ে এখন স্কুলে ঠিকানা ২৫ জন সদস্যের। আবাসের বাড়ি পাননি। পুরানো মাটির বাড়ি ছিল তাদের ঠিকানা। গত কয়েক দিনের একটানা বৃষ্টি জেরে সেই বাড়ি ভেঙে পড়ায় দুশ্চিন্তায় অসহায় পরিবারগুলি। তৃণমূলের দাবি, বিজেপির বঞ্চনার কারনে ওই পরিবারগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় থেকেও বাড়ি পায়নি। পালটা বিজেপির দাবি, তৃনমূলের জন্যই প্রকৃত মানুষ বঞ্চিত হয়েছে কেন্দ্রীয় প্রকল্প থেকে।

advertisement

আরও পড়ুনঃ মাঠে গরু চড়াতে গিয়ে সর্বনাশ! বৃষ্টির সঙ্গে নেমে এল সাক্ষাৎ ‘যমদূত’, কান্নার রোল পরিবারে

বাঁকুড়ার আগড়দা গ্রামে দীগর পরিবারের ২৫ জন সদস্য একটি দোতলা মাটির বাড়িতে বাস করতেন। ৭টি পরিবার পৃথকভাবে থাকত একটি বাড়তেই। কিন্তু টানা দুর্যোগের জেরে মাটির বাড়ি শনিবার বিকেলে হটাৎই চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আগেভাগে টের পেয়ে বাড়ি খালি করে দিয়েছিলেন তাঁরা। মাথার উপর ছাদ হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলি।

advertisement

আরও পড়ুনঃ বোতলবন্দি করেছেন বিরাট, সচিন, সৌরভকে! কীভাবে এমন সম্ভব? বাঁকুড়ার এই ব্যক্তি আসলে শিল্পী নাকি ‘জাদুকর’!

স্থানীয় নেতৃত্ব দুর্গতদের বসবাসের ঠিকানা করে দিয়েছে স্থানীয় স্কুলে। কিন্তু এইভাবে কতদিন? মাথার উপর ছাদ হারিয়ে এখন কী খাবেন? কোথায় থাকবেন? কীভাবে চলবে? তা নিয়ে রাতের ঘুম ছুটেছে পরিবারগুলির৷ প্রকৃত যোগ্য হয়েও সরকারি বাড়ি থেকে তাঁরা বঞ্চিত, অভিযোগ পরিবারগুলির৷ সরকারি বাড়ি থাকলে এই দুর্ভোগ পোহাতে হত না তাঁদের। পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে শাসক ও বিরোধী শিবির৷ তবে সরকারি বাড়ি নিয়ে শাসক ও বিরোধীর মধ্যে শুরু হয়েছে তরজাও। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পালটা অভিযোগে সরব দুই রাজনৈতিক শিবির।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি! আবাস যোজনার তালিকায় থেকেও জোটেনি পাকা দেওয়াল, শাসক-বিরোধীর দায় ঠেলাঠেলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল