চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বসত বাড়ি। বড় বিপদের থেকে রক্ষা পেয়েছে ৭টি পরিবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার আগড়দা গ্রামে। মাথায় ছাদ হারিয়ে এখন স্কুলে ঠিকানা ২৫ জন সদস্যের। আবাসের বাড়ি পাননি। পুরানো মাটির বাড়ি ছিল তাদের ঠিকানা। গত কয়েক দিনের একটানা বৃষ্টি জেরে সেই বাড়ি ভেঙে পড়ায় দুশ্চিন্তায় অসহায় পরিবারগুলি। তৃণমূলের দাবি, বিজেপির বঞ্চনার কারনে ওই পরিবারগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় থেকেও বাড়ি পায়নি। পালটা বিজেপির দাবি, তৃনমূলের জন্যই প্রকৃত মানুষ বঞ্চিত হয়েছে কেন্দ্রীয় প্রকল্প থেকে।
advertisement
আরও পড়ুনঃ মাঠে গরু চড়াতে গিয়ে সর্বনাশ! বৃষ্টির সঙ্গে নেমে এল সাক্ষাৎ ‘যমদূত’, কান্নার রোল পরিবারে
বাঁকুড়ার আগড়দা গ্রামে দীগর পরিবারের ২৫ জন সদস্য একটি দোতলা মাটির বাড়িতে বাস করতেন। ৭টি পরিবার পৃথকভাবে থাকত একটি বাড়তেই। কিন্তু টানা দুর্যোগের জেরে মাটির বাড়ি শনিবার বিকেলে হটাৎই চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আগেভাগে টের পেয়ে বাড়ি খালি করে দিয়েছিলেন তাঁরা। মাথার উপর ছাদ হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলি।
স্থানীয় নেতৃত্ব দুর্গতদের বসবাসের ঠিকানা করে দিয়েছে স্থানীয় স্কুলে। কিন্তু এইভাবে কতদিন? মাথার উপর ছাদ হারিয়ে এখন কী খাবেন? কোথায় থাকবেন? কীভাবে চলবে? তা নিয়ে রাতের ঘুম ছুটেছে পরিবারগুলির৷ প্রকৃত যোগ্য হয়েও সরকারি বাড়ি থেকে তাঁরা বঞ্চিত, অভিযোগ পরিবারগুলির৷ সরকারি বাড়ি থাকলে এই দুর্ভোগ পোহাতে হত না তাঁদের। পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে শাসক ও বিরোধী শিবির৷ তবে সরকারি বাড়ি নিয়ে শাসক ও বিরোধীর মধ্যে শুরু হয়েছে তরজাও। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পালটা অভিযোগে সরব দুই রাজনৈতিক শিবির।