আপ লাইনের উপর থেকে রেলের ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ হলেও এখনো ডাউন লাইনে পড়ে রয়েছে অনেক অংশ। বেলার দিকে আপ লাইন দিয়ে হাওড়া চক্রধরপুর ফাস্ট প্যাসেঞ্জারকে পার করানো হয়েছিল। এবার আপ লাইনে ৫:৩৫ এ অত্যন্ত ধীর গতিতে পার করানো হল ভুবনেশ্বর নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেসকে।
আরও পড়ুন: ধ্বংস স্তুপে পরিণত হয়েছে দুর্ঘটনাস্থল! যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ
advertisement
লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির পিছনে হোম সিগন্যাল আউটলুক করে বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী মালগাড়ি থ্রু লাইন বরাবর না এগিয়ে ঢুকে পড়ে লুপ লাইনে এবং সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে। এই সংঘর্ষের ফলে চলন্ত মালগাড়িটির ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। চালক এবং অ্যাসিস্ট্যান্ট আহত হন।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আবার দুমড়েমুচড়ে যাওয়া একাধিক কামড়ার ছবি দেখে শিউরে উঠছেন মানুষ। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রেললাইনে।
প্রিয়ব্রত গোস্বামী