সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার মতো বাঁকুড়া সাংগঠনিক জেলাতেও সভাপতি পদে রদবদল করা হয়েছে। জেলা সভাপতির পদ থেকে সাংসদ অরুপ চক্রবর্তীকে সরিয়ে সেই পদে বসানো হয়েছে তারাশঙ্কর রায়কে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও দলের এই রদবদল মেনে নিতে পারছে না দলের নীচু তলার একাংশ। দলের কর্মীদের একাংশের সেই ক্ষোভ প্রভাব ফেলতে পারে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে। বিশেষজ্ঞ মহলের ধারনা সেই আশঙ্কাতেই এবার দলের বিক্ষুব্ধ কর্মীদের প্রতি কড়া অবস্থান নিতে চলেছে তৃনমূলের জেলা নেতৃত্ব।
advertisement
বাঁকুড়ার তালডাংরায় তৃনমূলের দলীয় কার্যালয়ে আয়োজিত একটি কর্মীসভায় বক্তব্য রাখতে উঠে নব নিযুক্ত জেলা সভাপতি দলের কর্মীদের উদ্যেশ্য করে স্পষ্টতই বলেন পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন তাহলে মাথায় করে রাখবো। আর যে বদমায়েশি করবে তার ওষুধ আমার কাছে আছে”। এরপরই তিনি বলেন, ” দল যদি মনে করে আমার থেকেও শক্তিশালী কেউ এই চেয়ারটার যোগ্য তাহলে আমি এই পদ ছেড়ে দিতে রাজি”।
পরে নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন, কর্মীদের জন্যেই নেতা তৈরি হয়। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তাই কর্মীদেরই সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন। তৃনমূলের জেলা সভাপতির এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবী তৃনমূলের আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে। তা সভাপতি ভালমতোই জানেন। তাই তিনি এমন সাদা কালোর কথা বলতে বাধ্য হচ্ছেন।
প্রিয়ব্রত গোস্বামী