অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি। যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলেই তারা দায় এড়িয়েছেন। বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টেলিফোনে দাবি করেন,পরিচলন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষিকার হাতে থাকা দু’টি ছুটির মধ্যে একটি ছুটি এদিন দেওয়া হয়েছে। কিন্তু স্কুল ছুটি দিয়ে, শিক্ষার ক্ষতি করে কিভাবে একটি বেসরকারি বিনোদন মাধ্যমকে স্কুলে অডিশন করতে দেওয়া যায়? এ প্রশ্নের সঠিক উত্তর তিনি দেননি।
advertisement
স্থানীয় বিজেপি বিধায়কের দাবি,স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে। এর পিছনে টাকার লেনদেন কিম্বা কারও ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানে সুযোগ করে দিতেই এভাবে অডিশনের ব্যবস্থা বলেই দাবি বিজেপি বিধায়কের।
অন্যদিকে এবিষয় নিয়ে সরব পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতিও। বাঁকুড়া জেলা সভাপতির কটাক্ষ প্রধান শিক্ষিকার ছুটি পাওনা আছে বলেই স্কুল বাড়ির জন্য এভাবে ছুটি দেওয়া যায় না। শুধুমাত্র লোক্যাল ফেস্টিভ্যালের ক্ষেত্রেই ওই ছুটি দেওয়ার নিয়ম রয়েছে। টাউন গার্লসে যা হয়েছে তা শিক্ষা বিরোধী বলেও তিনি দাবি করেন।
প্রিয়ব্রত গোস্বামী