স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় পেয়ারা বিক্রি করে ৬০ এ জাতীয় সড়ক ধরে একটি পিক আপ ভ্যান বেপরোয়া গতিতে নদিয়া জেলায় ফিরছিল। অন্যদিকে একটি ছোট গাড়িতে করে বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাথরমোড়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ৬০ এ জাতীয় সড়ক ধরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছিলেন। বাঁকুড়া সদর থানার কালপাথর এলাকায় আসতেই দু’টি গাড়ি পরস্পরকে সজোরে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও ঘাতক গাড়ি অধরা! বাঁকুড়ার রাস্তায় মৃতদেহ নামিয়ে রেখে অবরোধ
সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল, দু’টি গাড়ি কার্যত দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। ঘটনায় আহত হন আরও ৬ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বড়দিন-নববর্ষের আবহে একদিকে যখন রাজ্যজুড়ে উৎসবের আমেজ, সেই সময় বাঁকুড়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পিক আপ ভ্যানের সঙ্গে পর্যটকবোঝাই গাড়ির সংঘর্ষে ২ জনের মৃত্যু হল, আহত হয়েছেন আরও ৫ জন।
