সেই মতো সোমবার সকালে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামে পঞ্চবটি অর্থাৎ ৫ প্রকারের বৃক্ষ বট, অশ্বত্থ, আম, নিম, ডুমুর রোপণ করা হল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয় এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা শিবির, রোপণ-পরবর্তী পরিচর্যা এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে। The Art of Living-এর বাঁকুড়া কো-অর্ডিনেটর ও ইনচার্জ অমিত পারিয়াল জানিয়েছেন, শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছকে সুস্থভাবে বড় করে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংস্থার দাবি, এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরে সবুজায়ন বহুগুণে বৃদ্ধি পাবে পাশাপাশি সুস্থ এক পরিবেশ গড়ে উঠবে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা সকলের থাকা উচিত, দায়বদ্ধভাবে থেকে পরিবেশকে ভালবাসলে তবেই সুন্দর এবং সুস্থ সমাজ গড়ে তোলা যায়। সেই পথেই অগ্রসর হয়েছে বাঁকুড়া জেলা।
দুর্দান্ত এই কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। এক লক্ষ্য গাছ লাগানো হবে বাঁকুড়া জেলায়। জানতেন কি এই কর্মসূচির কথা? না জানলে যোগদান করুন।





