TRENDING:

Bankura News: বাঁকুড়ার অভিজাত এলাকায় একের পর এক বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! আতঙ্কে কাঁটা মানুষ, এর শেষ কোথায়!

Last Updated:

Bankura News: থানায় একের পর এক অভিযোগ দায়েরের পরেও চুরির কোনও কিনারা না হওয়ায় আতঙ্কে কাঁটা বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকার কয়েকশো পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: দিনে দুপুরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল বাঁকুড়ার নন্দনপল্লী এলাকায়। গত কয়েকদিন এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটছে। কারও বাড়ির দরজার তালা ভেঙে আবার কারও বাড়িতে জানালার গ্রিল ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে যাচ্ছে চোরের দল।
(AI Image)
(AI Image)
advertisement

থানায় একের পর এক অভিযোগ দায়েরের পরেও চুরির কোনও কিনারা না হওয়ায় আতঙ্কে কাঁটা বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকার কয়েকশো পরিবার।

আরও পড়ুন: নন্দকুমারের পর মহিষাদল, রাত বাড়লেই এ কী চলছে! পুলিশের হানা, ধরা পড়ে গেল বড় দুর্নীতি

বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকা অভিজাত এলাকা হিসাবে পরিচিত। এলাকার অধিকাংশ মানুষই চাকরীজীবী। সেই এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে তাড়া করে বেড়াচ্ছে চুরির আতঙ্ক। বাড়ির দরজা বন্ধ করে পরিবারের সদস্যরা কর্মক্ষেত্রে বা আত্মীয়ের বাড়িতে গেলেই কোনও বাড়ির দরজায় দেওয়া তালা ভেঙে আবার কোনও বাড়ির জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে বাড়ির ভেতর।

advertisement

তারপর আলমারি ভেঙে সোনার গয়না অথবা বাড়িতে রাখা নগদ টাকা নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি চুরির ঘটনা সামনে আসায় স্থানীয়রা রাত পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু তার পরেও ঠেকানো যাচ্ছে না চুরি। স্থানীয়দের দাবি, অধিকাংশ চুরির ঘটনা ঘটছে দিনের আলোয়। বিষয়গুলি নিয়ে স্থানীয় বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু হয়নি। স্বাভাবিক ভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার অভিজাত এলাকায় একের পর এক বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! আতঙ্কে কাঁটা মানুষ, এর শেষ কোথায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল