স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই গতকাল সন্ধ্যের ঠিক আগে দুকানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইন ধরে হাঁটছিল বেলিয়াতোড় যামিনী রায় কলেজের ছাত্র অরুনাংশু ঘোষ। সে সময় সোনামুখী থেকে বাঁকুড়া গামী একটি লোকাল ট্রেন ধাক্কা মারে ওই যুবককে। স্থানীয়দের দাবি ধাক্কা মারার আগে ট্রেনটি বারবার হর্ন দিয়ে যুবককে সতর্ক করার চেষ্টা করে। ইমার্জেন্সি ব্রেকও দেয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। স্থানীয়দের দাবি কানে হেডফোন লাগিয়ে রাখায় ট্রেনের হর্নের শব্দ শুনতে পায়নি ওই যুবক। যুবককে ধাক্কা দেওয়ার পর ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন - Tripura News: ত্রিপুরায় উলটপুরাণ, সীতার পাতালপ্রবেশ বিতর্ক সংক্রান্ত মামলায় কুণাল ঘোষকে ক্লিনচিট
পরে গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে ট্রেনে করেই বাঁকুড়া স্টেশনে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই চিকিৎসারত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। যুবকের মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই মৃত্যুর পিছনে যুবকের সচেতনতার অভাবই দায়ী বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।
Priyabrata Goswami