একদম সহজ-সরল বাংলা ভাষায় ভগবত গীতা অনুবাদ করে তাক লাগিয়েছিলেন বাঁকুড়ার কন্যা। কঠিন সংস্কৃত ভাষায় গীতা পড়ে ওঠা সম্ভব হয় না সকলের জন্য। তবে বাঁকুড়ার এই মেয়ের বাংলা অনুবাদ করা ভগবত গীতা এতটাই সহজ-সরল ভাষায় লেখা যে, নতুন প্রজন্মের একজন বাচ্চা ছেলে থেকে শুরু করে প্রবীণ প্রজন্মের পুরুষ এবং মহিলা সকলেই খুব সহজে ভগবত গীতার রস আস্বাদন করতে পারবেন।

advertisement

আরও পড়ুন: অন্যরূপে মন্ত্রী স্বপন দেবনাথ! অভিনয় করে নজর কাড়লেন সবার, দেখতে কালনার মঞ্চে উপচে পড়ল ভিড়

View More

কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনীর বঙ্গানুবাদ করা শ্রীমদ্ভগতদগীতা প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলেও তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলে খবর। এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই যথেষ্ট জনপ্রিয়তা পান এই শিক্ষিকা। বাড়িতে বসে সোমা চৌনী সংবাদ মাধ্যমকে বলেন, ‘গীতা সারের সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যেকোনও মানুষের জীবনযাপন সহজ হতে পারে।’

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থও তাঁর বইতে দেওয়া রয়েছে। ফলে সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব। তবে ইণ্ডিয়া বুক অব রেকর্ডসের অধিকারিণী হয়ে একদিকে যেমন তাঁর ভাল লাগছে, অন্যদিকে তেমনই নতুন কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলেও তিনি জানান।

advertisement